বিষয়বস্তুতে চলুন

স্ট্যান লি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা কুউ পুলক (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:১০, ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল (হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:মার্কিন কমিকস লেখক অপসারণ; বিষয়শ্রেণী:মার্কিন কমিক লেখক যোগ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

স্ট্যান লি
২০১৪ সালে লি
জন্মস্ট্যানলি মার্টিন লিবার
(১৯২২-১২-২৮)২৮ ডিসেম্বর ১৯২২
নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু১২ নভেম্বর ২০১৮(2018-11-12) (বয়স ৯৫)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
ক্ষেত্রকমিক বই লেখক, সম্পাদক, প্রযোজক, প্রকাশক
দম্পতিজোন বুকক লি (বি. ১৯৪৭; মৃ. ২০১৭)
সন্তান
স্বাক্ষর
স্ট্যান লি
therealstanlee.com উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

স্ট্যান লি[] (ইংরেজি: Stan Lee; জন্ম: স্ট্যানলি মার্টিন লিবার; ২৮ ডিসেম্বর ১৯২২ - ১২ নভেম্বর ২০১৮) ছিলেন একজন মার্কিন কমিক বই লেখক, সম্পাদক, প্রযোজক ও প্রকাশক। তিনি মার্ভেল কমিকসের প্রধান সম্পাদক,[][] এবং পরবর্তীকালে এর প্রকাশক ও চেয়ারম্যান।[] তিনি মার্ভেল কমিকসকে ক্ষুদ্র প্রকাশনা বিভাগ থেকে বৃহৎ বহুজাগতিক করপোরেশনে রূপ দিয়েছেন।

জ্যাক কার্বি ও স্টিভ ডিটকোর সাথে যৌথভাবে তিনি অসংখ্য কাল্পনিক চরিত্র রূপায়িত করেছেন; তন্মধ্যে রয়েছে স্পাইডার-ম্যান, হাল্ক, ডক্টর স্ট্রেঞ্জ, ফ্যান্ট্যাস্টিক ফোর, ডেয়ারডেভিল, ব্ল্যাক প্যান্থার, এক্স-মেন; এবং তার ভাই ল্যারি লিবারের সাথে যৌথভাবে অ্যান্ট-ম্যান, আয়রন ম্যান এবং থর চরিত্রের সৃষ্টি করেছেন। এই কাজ করতে গিয়ে তিনি ১৯৬০ এর দশকে জটিলতর কৌশল অবলম্বন করার অগ্রদূত ছিলেন এবং ১৯৭০-এর দশকে কমিকস কোড কর্তৃপক্ষের বাধাকে অতিক্রম করে কমিকসের রীতিনীতিকে হালনাগাদ করেছেন।

১৯৯৪ সালে কমিক বই শিল্পের উইল এইসনার অ্যাওয়ার্ড হল অব ফেমে এবং ১৯৯৫ সালে জ্যাক কার্বি হল অব ফেমে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। ২০০৮ সালে তিনি ন্যাশনাল মেডেল অব আর্টস লাভ করেন।

প্রারম্ভিক জীবন

স্ট্যানলি মার্টিন লিবার ১৯২২ সালের ২৮শে ডিসেম্বর নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ওয়েস্ট এন্ড অ্যাভিনিউয়ে জন্মগ্রহণ করেন।[] তার পিতা জ্যাক লিবার (১৮৯৩-১৯৬৫) এবং মাতা সেলিয়া সলোমন (১৮৯৮-১৯৪৭)। তার পিতামাতা দুজনেই ছিলেন রোমানীয় ইহুদি অভিবাসী।[][] তার পিতা পোশাক কর্তনকারী হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মহামন্দা পরবর্তী সময়ে তিনি বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কাজ করতেন।[] পরিবারটি পরবর্তী সময়ে ম্যানহাটনের ওয়াশিংটন হাইটসের ফোর্ট ওয়াশিংটন অ্যাভিনিউয়ে বসবাস শুরু করেন।[] লি'র ল্যারি লিবার নামে এক ছোট ভাই ছিল।[] লেখক, সম্পাদক, প্রকাশক, হলিউড এক্সিকিউটিভ, প্রচারক, মার্ভেল এর নির্মিত প্রায় সকল চলচ্চিত্রে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয়, সব মিলে স্ট্যান লী শুধু পর্দার আড়ালের কৃতিত্বের চেয়েও অনেক বেশি কিছুর দাবিদার। তিনি ছিলেন মার্ভেল এর প্রাণ।[]

তথ্যসূত্র

  1. লি ও মেয়ার ২০০২, পৃ. ২৭।
  2. "স্ট্যান লী: মার্ভেল কমিক্স এর সাফল্যের নায়ক!"টুনস ম্যাগ। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৪ 
  3. কুপারবার্গ, পল (২০০৬)। The Creation of Spider-Man। নিউ ইয়র্ক: রোসেন পাবলিশিং। পৃ. ১২। ISBN 978-1-4042-0763-9
  4. "Marvel Entertainment Group Inc. Form 10-K/A"সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৮ 
  5. মিলার, জন জ্যাকসন (১০ জুন ২০০৫)। "Comics Industry Birthdays"কমিকস বায়ার্স গাইড। আইওলা, উইসকনসিন। অক্টোবর ৩০, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯ 
  6. Lee & Mair 2002, p. 5
  7. আলমান্যাক, ওয়ার্ল্ড (সেপ্টেম্বর ১৯৮৬)। The Celebrity Who's Who – World Almanac। পৃষ্ঠা 213। আইএসবিএন 978-0-345-33990-4। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯ 
  8. লেউইন, এডওয়ার্ড (৪ সেপ্টেম্বর ২০০৫)। "Sketching Out His Past: Image 1"দ্য নিউ ইয়র্ক টাইমস কি ম্যাগাজিন। এপ্রিল ২৪, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯ 
  9. লেউইন, এডওয়ার্ড। "Image 2"। এপ্রিল ২৪, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ