নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১
অবয়ব
নওগাঁ পবিস-১ | |
নীতিবাক্য | সদস্যই শক্তির উৎস |
---|---|
গঠিত | ৬ জুলাই ২০১৫ |
ধরন | সরকারি |
আইনি অবস্থা | সক্রিয় |
পেশাগত উপাধি | পল্লী বিদ্যুৎ সমিতি |
সদরদপ্তর | চকবিরাম, নওগাঁ |
যে অঞ্চলে | নওগাঁ জেলা |
পরিষেবা | বিদ্যুৎ |
দাপ্তরিক ভাষা | বাংলা ও ইংরেজি |
জেনারেল ম্যানেজার | মোঃ রবিউল হক[১] |
সম্পৃক্ত সংগঠন | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
ওয়েবসাইট | pbs1 |
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় ০৫টি জোনাল অফিস, ০১টি সাব-জোনাল অফিস, ০২টি এরিয়া অফিস এবং ১৫টি অভিযোগ কেন্দ্রের[২] মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিবন্ধিত ও বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ৬ জুলাই, ২০১৫ সালে।
ইতিহাস
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর যাত্রা শুরু হয় ২০১৫ সালে। এ সমিতির অধীনে ০৬টি উপজেলা, ৬২টি ইউনিয়ন ও ১৫২৪টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর নওগাঁ জেলার চকবিরামে অবস্থিত।
জোনাল অফিস সমূহ
এ পল্লী বিদ্যুৎ সমিতি-১র অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:
- নিয়ামতপুর জোনাল অফিস[৩]
- মান্দা জোনাল অফিস[৪]
- রাণীনগর জোনাল অফিস[৫]
- আত্রাই জোনাল অফিস[৬]
- বদলগাছী জোনাল অফিস[৭]
সাব-জোনাল অফিস
- সতীহাট সাব-জোনাল অফিস
এরিয়া অফিস সমূহ
- আবাদপুকুর এরিয়া অফিস
- চৌমাশিয়া এরিয়া অফিস
গ্রাহক সংখ্যা
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চার লক্ষেরও বেশি আবাসিক গ্রাহক রয়েছে।
অন্যান্য তথ্য
- মোট আয়তন: ১৯৩৬.৩৩ বর্গ কিলোমিটার
- সিস্টেম লস: ১২.৫৯% (জুন, ২০২২ পর্যন্ত)
- উপকেন্দ্রের সংখ্যা: ১৬টি
- মোট নির্মিত লাইন: ৬৯৮৩.০১২ কিলোমিটার
তথ্যসূত্র
- ↑ "অফিস প্রধান, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১"। pbs1.naogaon.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১০।
- ↑ "একনজরে, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১" (পিডিএফ)। pbs1.naogaon.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১০।
- ↑ "নিয়ামতপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.niamatpur.naogaon.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১০।
- ↑ "মান্দা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.manda.naogaon.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১০।
- ↑ "রাণীনগর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.raninagar.naogaon.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১০।
- ↑ "আত্রাই উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.atrai.naogaon.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১০।
- ↑ "বদলগাছী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.badalgachi.naogaon.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১০।