জেন্টলম্যান (১৯৯৩-এর চলচ্চিত্র)
জেন্টলম্যান | |
---|---|
পরিচালক | এস. শঙ্কর[১] |
প্রযোজক | কে. টি. কুঞ্জুমন |
রচয়িতা | বলকুমার (সংলাপ) |
চিত্রনাট্যকার | এস. শঙ্কর |
কাহিনিকার | এস. শঙ্কর |
শ্রেষ্ঠাংশে | অর্জুন সারজা মধু |
সুরকার | এ আর রহমান |
চিত্রগ্রাহক | জীবা |
সম্পাদক | বি লেনিন ভি টি বিজয় |
প্রযোজনা কোম্পানি | এ আর এস ফিল্ম ইন্টারন্যাশনাল |
পরিবেশক | এ আর এস ফিল্ম ইন্টারন্যাশনাল |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৬০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
জেন্টলম্যান (তামিল: ஜென்டில்மேன், অনুবাদ 'ভদ্র লোক') হচ্ছে ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় তামিল চলচ্চিত্র। সহিংসতা এবং মারপিটধর্মী এই চলচ্চিত্রটি রচনা এবং পরিচালনা করেছিলেন এস. শঙ্কর, তার পরিচালিত এটিই ছিলো প্রথম চলচ্চিত্র।[২] চলচ্চিত্রটিতে অভিনয় করেন অর্জুন সারজা, মধু[৩] - এঁরা নায়ক-নায়িকা হিসেবে ছিলেন, এছাড়াও ছিলেন এম এন নম্বিয়ার, শুভাশ্রী, মনোরমা, গৌণদমনী, সেন্দিল এবং বিনীত। চলচ্চিত্রটির কাহিনীতে দেখানো হয় যে, মাদ্রাজ শহরের একজন ব্যবসায়ী রাত্রের বেলা চোর সেজে বড় লোকদের খাবার চুরি করে গরীব মানুষদেরকে দিয়ে দেয়।
চলচ্চিত্রটি ১৯৯৩ সালের ৩০শে জুলাই তারিখে মুক্তি পায় এবং বক্স অফিস সফলতা পায়, ১৭৫টি প্রেক্ষাগৃহে ভালো করেই চলে কারণ দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছিলো চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি তিনটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ এবং চারটি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার জেতে তন্মধ্যে অভিনেতা অর্জুন সারজা শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।
অভিনয়ে
- অর্জুন সারজা - কৃষ্ণমূর্তি (কিচা)
- মধু - সুশীলা
- মনোরমা - কিচা'র মাতা
- বিনীত - রমেশ
- গৌতমী - চিক্কু বুক্কু রায়িলে গানে আবির্ভাব
সঙ্গীত
গান তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | গায়ক-গায়িকা(গণ) | দৈর্ঘ্য |
১. | "এন ভিটু তোটাতিল" | এস পি বলসুব্রাহ্মণ, সুজাতা মোহন | ৩ঃ৫৬ |
২. | "উসালামপাট্টি পেনকুট্টি" | শহুল হামিদ, স্বর্ণলতা | ৪ঃ৪১ |
৩. | "চিক্কু বুক্কু রায়িলে" | সুরেশ পিটার্স, জি. ভি. প্রকাশ কুমার | ৫ঃ২৪ |
৪. | "পারকাথে" | মিন্মিনি, শ্রীনিবাস, নোয়েল জেমস | ৪ঃ২৯ |
৫. | "ওট্টাগাথাই কাট্টিকো" | এস পি বলসুব্রাহ্মণ, এস. জনকী, সুজাতা মোহন, মিন্মিনি | ৫ঃ১৫ |
তথ্যসূত্র
- ↑ "'The story line is important, the rest are like cosmetics'"। rediff.com। ৪ এপ্রিল ১৯৯৭।
- ↑ Srinivasan, Pavithra (২৭ সেপ্টেম্বর ২০১০)। "Shankar's landmark films before Endhiran/Robot"। Rediff.com। ১৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২০।
- ↑ Pavithra Srinivasan (২৯ সেপ্টেম্বর ২০১০)। "Looking at Shankar's leading ladies"। rediff.com।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জেন্টলম্যান (ইংরেজি)
- তামিল ভাষার চলচ্চিত্র
- ১৯৯৩-এর চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের তামিল ভাষার চলচ্চিত্র
- এ আর রহমান সুরারোপিত চলচ্চিত্র
- ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে চলচ্চিত্র
- আইটেম নাম্বার বিশিষ্ট চলচ্চিত্র
- চেন্নাইয়ের পটভূমিতে চলচ্চিত্র
- দিল্লির পটভূমিতে চলচ্চিত্র
- উদগমণ্ডলমে ধারণকৃত চলচ্চিত্র
- ভারতীয় অ্যাকশন চলচ্চিত্র
- অন্য ভাষায় পুনর্নির্মিত তামিল চলচ্চিত্র