শের বাহাদুর দেউবার পঞ্চম মন্ত্রিসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(৫তম দেউবা মন্ত্রিসভা থেকে পুনর্নির্দেশিত)
৫ম দেউবা মন্ত্রিসভা

নেপাল-এর মন্ত্রিপরিষদ
গঠনের তারিখ১৩ জুলাই ২০২১
ব্যক্তি ও সংস্থা
রাষ্ট্রপ্রধানবিদ্যাদেবী ভণ্ডারী,
রাষ্ট্রপতি
সরকারপ্রধানশের বাহাদুর দেউবা,
প্রধানমন্ত্রী
সদস্য দলগুলি     নেপালি কংগ্রেস
জোট অংশীদার:
     নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী-কেন্দ্র)
     জনতা সমাজবাদী পার্টি
বাহ্যিক সমর্থন:
     রাষ্ট্রীয় জনমোর্চা
     নেকপা এমালে (সমাজবাদী)
আইনসভায় অবস্থাপ্রতিনিধি সভা (নেপাল)
১৬৫ / ২৭০ (৬১%)
বিরোধী দলনেপাল কমিউনিস্ট পার্টি (একীকৃত মার্ক্সবাদী-লেনিনবাদী)
বিরোধী নেতাখড়্গ প্রসাদ শর্মা ওলী, নেপাল কমিউনিস্ট পার্টি (একীকৃত মার্ক্সবাদী-লেনিনবাদী)
ইতিহাস
নির্বাচনপ্রতিনিধিসভা নির্বাচন, ২০১৭
আইনসভার মেয়াদনেপালের প্রথম সংঘীয় সংসদ

নেপালের সর্বোচ্চ আদালত আদেশ অনুযায়ী, ১৩ জুলাই দেউবাকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।[১] এই সরকারে নেপালি কংগ্রেস সরকারের নেতৃত্ব দেবেন এবং নেপাল কমিউনিস্ট পার্টি (মাওবাদী-কেন্দ্র) প্রবীণ সহযোগী হিসাবে যোগ দেবেন। একইভাবে, জনতা সমাজবাদি পার্টি সহয়োগি হিসাবে এবং রাষ্ট্রীয় জনমোর্চা পূর্ববর্তী বিরোধী জোটের ধারাবাহিকতা হিসাবে মিত্র হিসাবে যোগ করবে।[২]

ইতিহাস[সম্পাদনা]

গঠন[সম্পাদনা]

সর্বোচ্চ আদালত রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভণ্ডারীকে নেপালের সংবিধানের ৭৬-এর উপধারা ৩ অনুচ্ছেদউল্লেখ করে আদালতের সিদ্ধান্তের ২৮ ঘন্টার মধ্যে শের বাহাদুর দেউবাকে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগর নির্দেশ দেয়।[৩]

একইভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সুপারিশে ভণ্ডারী কর্তৃক প্রতিনিধি সভা ভেঙে দেওয়া বেআইনী বলে দৃঢ়প্রতিজ্ঞ ছিল এবং এর বিপক্ষে বিরোধী জোট সারা দেশে এটি উদ্‌যাপন করেছে৷[৪]

বর্তমান ব্যবস্থা[সম্পাদনা]

১৩ জুলাই ২০২১ অনুযাযী [৫]

ক্রমিক বিভাগ মন্ত্রী রাজনৈতিক দল পদভার গ্রহণ
সন্ত্রীসভার মন্ত্রী
নেপালের প্রধানমন্ত্রী
শের বাহাদুর দেউবা
[৬]
নেপালি কংগ্রেস ১৩ জুলাই ২০২১
গৃহমন্ত্রী বালকূষ্ণ খাঁড[৭] নেপালি কংগ্রেস ১৩ জুলাই ২০২১
অর্থমন্ত্রী জনার্তন শর্মা[৭] নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী-কেন্দ্র) ১৩ জুলাই ২০২১
পররাষ্ট্র মন্ত্রী
শারীরিক অবকাঠামো ও পরিবহন মন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জ্ঞানেন্দ্র বাহাদুর কার্কী[৭] নেপালি কংগ্রেস ১৩ জুলাই ২০২১
যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী
উর্জা, পানিসম্পদ ও সেচ মন্ত্রী পম্ফা ভুষাল[৭] নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী-কেন্দ্র)
সংঘীয় মামিলা এবং সাধারণ প্রশাসন মন্ত্রী
১০ বন ও পরিবেশ মন্ত্রী
১১ কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী
১২ সংস্কৃতি, পর্যটন ও নাগরিক বিমান পরিবহন মন্ত্রী
১৩ শ্রম, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা মন্ত্রী
১৪ নগর উন্নয়ন, স্বাস্থ্য এবং জনসংখ্যা মন্ত্রী
১৫ শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রী
১৬ স্বাস্থ্য এবং জনসংখ্যা মন্ত্রী
১৭ শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
১৮ জল মন্ত্রী
১৯ ভূমি ব্যবস্থাপনা, সমবায় ও দারিদ্র্য বিমোচন মন্ত্রী
২০ মহিলা, শিশু এবং প্রবীণ নাগরিক মন্ত্রী
২১ যুব ও ক্রীড়া মন্ত্রী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. देउवा प्रधानमन्त्री नियुक्त, सपथको तयारी
  2. "सर्वोच्च अदालत: कांग्रेस सभापति देउवालाई प्रधानमन्त्री नियुक्त गर्न परमादेश"বিবিসী নেপালি (নেপালি ভাষায়)। ১৪ জুলাই ২০২১। 
  3. "Nepal SC orders to appoint Sher Bahadur Deuba as PM within next 28 hours"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-১২। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১২ 
  4. Livemint (২০২১-০৭-১২)। "Sher Bahadur Deuba to be Nepal's new prime minister orders Supreme Court"mint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১২ 
  5. मन्त्रिपरिषद् गठन गरी कार्य विभाजन तथा पद तथा गोपनीयताको शपथ २९ असार २०७८, मङ्गलवार राष्ट्रपतिको कार्यालय
  6. "देउवा प्रधानमन्त्री नियुक्त, सपथको तयारी"सेतोपाटी। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩ 
  7. "प्रधानमन्त्री देउवाद्वारा चार सदस्यीय मन्त्रिपरिषद् गठन"सगरमाथा टिभी (नेपाली ভাষায়)। ১৪ জুলাই ২০২১।