২০২৪ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দলীয় সদস্য
২০২৪ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।[১][২] ইংল্যান্ডই প্রথম দল যারা তাদের স্কোয়াড ঘোষণা করেছিল।[৩]
বাংলাদেশ
[সম্পাদনা]বাংলাদেশ ১ জানুয়ারি ২০২৪-এ মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক এবং আহরার আমিনকে সহ অধিনায়ক করে তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করে।[৪]
- মাহফুজুর রহমান রাব্বি (অধি.)
- আহরার আমিন (সহ-অধি.)
- আশিকুর রহমান শিবলী (উই.)
- জিশান আলম
- মোহাম্মদ রোহানাত দৌল্লা
- মোহাম্মদ আসরাফুজ্জামান
- মোহাম্মদ ইকবাল (উই.)
- আরিফুল ইসলাম
- শেখ পাভেজ জীবন
- মারুফ মৃধা
- মোহাম্মদ রফিউজ্জামান রাফি
- চৌধুরী মোহাম্মদ রিজওয়ান
- আদিল বিন সিদ্দিক
- মোহাম্মদ শিহাব জেমস
- ওয়াসি সিদ্দিকী
আফগানিস্তান
[সম্পাদনা]আফগানিস্তান ১০ জানুয়ারী ২১০৩ সালে নাসির খানকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে।[৫]
- নাসির খান (গ)
- নুমান শাহ (ভিসি)
- জাহিদ আফগান
- বশির আহমদ
- খলিল আহমদ
- ফরিদুন দাউদজাই
- হাসান ইশাখিল
- আল্লাহ মোহাম্মদ গাজানফার
- আরব গুল
- আলী আহমদ নাসার
- ওয়াফিউল্লাহ তারাখিল
- খালিদ তানিওয়াল
- জামশিদ জাদরান
- সোহেল খান জুরমতি
- রহিমুল্লাহ জুরমতি
অস্ট্রেলিয়া
[সম্পাদনা]অস্ট্রেলিয়া ১১ ডিসেম্বর ২০২৩ তারিখে ১৫ সদস্যের দল ঘোষণা করে[৬]
- লাচলান আইটকেন
- চার্লি অ্যান্ডারসন
- হরকিরাত বাজওয়া
- মাহলি বেয়ার্ডম্যান
- টম ক্যাম্পবেল
- হ্যারি ডিক্সন
- রায়ান হিকস
- স্যাম কনস্টাস
- রাফায়েল ম্যাকমিলান
- আইদান ও'কনর
- হারজাস সিং
- টম স্ট্রেকার
- ক্যালাম ভিডলার
- কোরি ওয়াসলি
- হুঘ ওয়েইবগেন
ইংল্যান্ড
[সম্পাদনা]৭ ডিসেম্বর ২০২৩ সালে ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, বেন ম্যাককিনিকে দলের অধিনায়ক হিসাবে নাম দেওয়া হয়েছিল।[৩]
- বেন ম্যাককিনি (সি)
- লুক বেনকেনস্টাইন
- ফারহান আহমেদ
- তাজিম আলী
- চার্লি অ্যালিসন
- চার্লি বার্নার্ড
- জ্যাক কার্নি
- জেডন ডেনলি
- এডি জ্যাক
- ডমিনিক কেলি
- সেবাস্তিয়ান মরগান
- হেইডন মার্টার্ড
- হামজা শেখ
- নোয়া থাইন
- থিও ওয়াইলি
ভারত
[সম্পাদনা]১২ ডিসেম্বর ২০২৩ সালে ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, উদয় সাহারানকে দলের অধিনায়ক হিসাবে নাম দেওয়া হয়েছিল।[৭]
- উদয় সাহারান (গ)
- সৌমি কুমার পান্ডে (ভিসি)
- মুরুগান অভিষেক
- শচীন ধস
- ধানুশ গৌড়া
- মুশির খান
- আরশিন কুলকার্নি
- রাজ লিম্বানি
- ইন্নেশ মহাজন (উইকে)
- প্রিয়াংশু মোলিয়া
- রুদ্র ময়ুর প্যাটেল
- আরেভেলি অবনীশ রাও (উইকেউ)
- আরাধ্যা শুক্লা
- আদর্শ সিং
- নমন তিওয়ারি
আয়ারল্যান্ড
[সম্পাদনা]১৪ ডিসেম্বর ২০২৩ সালে আয়ারল্যান্ডের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, ফিলিপ লে রক্সকে দলের অধিনায়ক হিসাবে নাম দেওয়া হয়েছিল।[৮]
- ফিলিপ লে রক্স (সি)
- ম্যাকদারা কসগ্রেভ
- হ্যারি ডায়ার
- ড্যানিয়েল ফোরকিন
- কিয়ান হিলটন
- রায়ান হান্টার
- ফিন লুটন
- স্কট ম্যাকবেথ
- কারসন ম্যাককালো
- জন ম্যাকনালি
- জর্ডান নিল
- অলিভার রিলি
- গ্যাভিন রাউলস্টন
- ম্যাথিউ ওয়েল্ডন
- রুবেন উইলসন
নামিবিয়া
[সম্পাদনা]৮ ডিসেম্বর ২০২৩ তারিখে নামিবিয়া তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করে[৯]
- অ্যালেক্স ভলশেঙ্ক (সি)
- গেরহার্ড জানসে ফন রেন্সবার্গ
- বেন ব্রাসেল
- হ্যানরো ব্যাডেনহর্স্ট
- জ্যাক ব্রাসেল
- জুনিয়র করিটা
- পিডি ব্লিগনট
- ফাফ ডু প্লেসিস
- হ্যান্সি ডি ভিলিয়ার্স
- রায়ান মফেট
- ঔটি নিহাউস
- নিকো পিটার্স
- জেডব্লিউ ভিসাগি
- হেনরি ফন উইক
- জাচিও ফন ভুরেন
নেপাল
[সম্পাদনা]৪ জানুয়ারী ২০২৪ নেপালের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, দেব খানালকে দলের অধিনায়ক হিসাবে নাম দেওয়া হয়েছিল।[১০]
- দেব খানাল (গ)
- সুবাস ভান্ডারী
- দীপক বোহারা
- দিপক বোহারা
- তিলক রাজ ভান্ডারী
- আকাশ চাঁদ
- দীপক প্রসাদ ডুমরে
- ড্রাগেশ গুপ্ত
- গুলশান ঝা
- অর্জুন কুমল
- বিশাল বিক্রম কেসি
- দীপেশ কান্দেল
- উত্তম রঙ্গু থাপা মাগার
- বিপিন রাওয়াল
- আকাশ ত্রিপদী
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Sri Lanka replaced as host of U19 Cricket World Cup"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২৩।
- ↑ "Sri Lanka Cricket suspended by ICC Board"। www.icc-cricket.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২৩।
- ↑ ক খ "Young Lions squad named for ICC Men's U19s World Cup"। England and Wales Cricket Board। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২৩।
- ↑ "Bangladesh squad for ICC Under 19 Cricket World Cup 2024 announced"। Bangladesh Cricket Board (BCB)। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৪।
- ↑ "ACB Name Squad for the ICC U19 Men's Cricket World Cup 2024"। Afghanistan Cricket Board। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৪।
- ↑ "Australia's squad has been locked in for the men's Under 19 World Cup in South Africa early next year"। Cricket Australia। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২৩।
- ↑ "Uday Saharan to lead India at 2024 Under-19 World Cup"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২৩।
- ↑ "15-man Ireland squad named for the 2024 ICC Men's Under-19 Cricket World Cup in South Africa"। Cricket Ireland। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২৩।
- ↑ @cricketnamibia1। "U19 WORLD CUP SQUAD. Huge congratulations to the players who secured their spot in the U19 World Cup squad." (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "Nepal's squad announced for the U19 World Cup"। Cricnepal। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৪।