২০২৩ তুরস্ক–সিরিয়া ভূমিকম্প
| |||
ইউটিসি সময় | ২০২৩-০২-০৬ ০১:১৭:৩৫ | ||
---|---|---|---|
আইএসসি ইভেন্ট | ৬২৫৬১৩০৩৩ | ||
ইউএসজিএস-এএনএসএস | কমক্যাট | ||
স্থানীয় তারিখ | ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ||
স্থানীয় সময় | রাত ৪:১৭ তুর্কি সময় (ইউটিসি+৩) | ||
মাত্রা | ṃ ৭.৮ | ||
গভীরতা | ১৭.৯ কিমি (১১ মা) | ||
ভূকম্পন বিন্দু | ৩৭°০৯′৫৮″ উত্তর ৩৭°০১′৫৫″ পূর্ব / ৩৭.১৬৬° উত্তর ৩৭.০৩২° পূর্ব | ||
ধরন | স্ট্রাইক-স্লিপ | ||
ক্ষতিগ্রস্ত এলাকা | প্রধানত তুরস্ক ও সিরিয়া | ||
সর্বোচ্চ তীব্রতা | XI (চরম) | ||
শৃঙ্গ ত্বরণ | ২.১৪ g | ||
সুনামি | ০.১৭ মি (৬.৭ ইঞ্চি) | ||
আঘাতপরবর্তী | ১,০৫২ (৮ ফেব্রুয়ারির মধ্যে) ১৭০+ সাথে ṃ বা অধিক বৃহত্তম: ṃ ৭.৭, তুর্কি সময়ে দুপুর ১:২৪ (ইউটিসি+৩), ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ||
হতাহত | ৫৯৯,২৫৯ জনের মৃত্যু, ১২১,৭০৪ জন আহত, ২৯৭ জন নিখোঁজ
| ||
Citations | [১][২] |
৬ ফেব্রুয়ারি ২০২৩ সালে একটি শক্তিশালী ভূমিকম্প গাজিয়ানতেপ শহর থেকে পশ্চিমে তুরস্কের দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় রাত ৪:১৭ মিনিটে (১:১৭ ইউটিসি) আঘাত হানে, যার ফলে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। সর্বোচ্চ ৯ম (প্রচণ্ড) মার্কেলি তীব্রতা ও ৭.৮ M মাত্রার এই ভূমিকম্পটি ১৯৩৯ এরজিনজান ভূমিকম্পের সাথে এটি তুরস্কের ইতিহাসের জ্ঞাত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে জায়গা করে নিয়েছে।[৩] এই ভূমিকম্পের অনেকগুলো পরবর্তী কম্পন অনুভূত হয় যেগুলোর মধ্যে সর্বোচ্চ কম্পনটির মাত্রা ছিলো ৬.৭ ṃ। এই ভূমিকম্প পরবর্তীকালে মৃতের সংখ্যা দীর্ঘ হতে থাকে। ৯ ফেব্রুয়ারি নাগাদ মৃতের সংখ্যা দাঁড়ায় ২৪০০০ জনেরও বেশি। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের উদ্ধারে তৎপরতা চলছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আটকে পড়া এসব মানুষের জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছিল।[৪] এই ভূমিকম্পে ৬০ টির বেশি রাষ্ট্র সহযোগিতা করেছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "AFAD: 12 bin 391 kişi hayatını kaybetti, 62 bin 914 kişi yaralandı"। TRT Haber। ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ USGS (৬ ফেব্রুয়ারি ২০২৩)। "USGS earthquake catalog"। ৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Manih, Niha (৫ ফেব্রুয়ারি ২০২৩)। "Quake could be 'largest' ever in the region, one expert says"। The Washington Post। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৫, ২০২৩।
- ↑ ডয়েচে ভেলে (৯ ফেব্রুয়ারি ২০২৩)। "Turkey-Syria earthquake: Total death toll surpasses 17,500"। ডয়েচে ভেলে। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- রিলিফওয়েবের এই ঘটনার জন্য মূলপাতা