২০১৬ চাটমোহর গণধর্ষণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৬ চাটমোহর গণধর্ষণ
তারিখ২১ ডিসেম্বর ২০১৬
সময়সন্ধ্যা ৬:০০
অবস্থানচাটমোহর, পাবনা, বাংলাদেশ
আহত(নারী শিকার)
দোষী সাব্যস্ত১০/১২ জন
রায়দোষী
দোষী প্রমাণিতগণধর্ষণ

২০১৬ চাটমোহর গণধর্ষণ দ্বারা ২০১৬ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশের পাবনা জেলার চাটমোহরে সংঘটিত তিন নারীর গণধর্ষণের ঘটনাকে নির্দেশ করা হয়।

ঘটনা[সম্পাদনা]

২০১৬ সালের ২১ ডিসেম্বর ঢাকার আশুলিয়া থেকে দুই পোশাককর্মী ও তাদের একজনের ১২ বছরের মেয়ে পাবনা জেলার চাটমোহরে পরিচিত এক লোকের বাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যায় ওই লোকের অনুপস্থিতির সুযোগে অজ্ঞাত পরিচয় ১০/১২ জন যুবক অস্ত্রের মুখে ওই তিন নারীকে পাশের বিলে নিয়ে গিয়ে তিনজনকেই গণধর্ষণ করে[১]। মধ্যরাতে তারা অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন।

মামলা[সম্পাদনা]

ধর্ষণের শিকার তিনজনের একজন পরবর্তী দিন বিকালে অজ্ঞাত ধর্ষকদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন[১]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]