২০০৬ সালের পশ্চিমবঙ্গ ট্রেন বিস্ফোরণ

স্থানাঙ্ক: ২২°৩৪′০৮″ উত্তর ৮৮°২২′০৮″ পূর্ব / ২২.৫৬৯° উত্তর ৮৮.৩৬৯° পূর্ব / 22.569; 88.369
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০৬ পশ্চিমবঙ্গ ট্রেন বিস্ফোরন
স্থানপশ্চিমবঙ্গ, ভারত
তারিখ২০ নভেম্বর ২০০৫
৬:১০ – ৬:১০ (জিএমটি)
লক্ষ্যট্রেন
হামলার ধরনবম্ব
নিহত
আহত২৫-৬৬
হামলাকারী দলঅজানা

২০০৬ সালের পশ্চিমবঙ্গ ট্রেন বিপর্যয়টি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে ট্রেন চলাকালীন ২০০৬ সালের ২০ নভেম্বর ঘটেছিল। নিউ জলপাইগুড়ি এবং হলদিবাড়ির মধ্যবর্তী ট্রেনটিতে মারাত্মক সন্দেহভাজন সন্ত্রাসী বিস্ফোরণ হয়েছিল। স্বরাষ্ট্রসচিব প্রসাদ রঞ্জন রায় বলেছেন, কর্মকর্তারা বিশ্বাস করেন যে সেখানে সম্ভবত ছেষট্টি জন আহত থাকতে পারে। ক্ষতিগ্রস্ত দুটি যাত্রী গাড়ি। বিস্ফোরণটি একটি অজ্ঞাত কারণে হয়েছিল, তবে সন্ত্রাসবাদ সন্দেহ করা হচ্ছে। ট্রেনটি প্রায় কলকাতা থেকে ৫৫০ কি.মি. (৩৪০ মাইল)দূরে ছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]