১ উৎমা

স্থানাঙ্ক: ৩°০৮′৫৩.৩৪″ উত্তর ১০১°৩৬′৫৭.০৩″ পূর্ব / ৩.১৪৮১৫০০° উত্তর ১০১.৬১৫৮৪১৭° পূর্ব / 3.1481500; 101.6158417
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১উৎমা
১ উৎমা শপিংমল
মানচিত্র
অবস্থানবান্দার উৎমা দামানসারা, পেটলিং জয়া , সেলাঙ্গর, মালয়েশিয়া
চালুর তারিখপ্রথমে ১৯ ই আগস্ট ১৯৯৫ on (AEON মল ১ উৎমা শপিং মল )
উন্নয়নকারীবান্দার উৎমা সিটি সেন্টার এস ডি এন বি ইচ ডি
তত্ত্বাবধায়কবান্দার উৎমা সিটি সেন্টার এস ডি এন বি ইচ ডি
মালিকবান্দার উৎমা সিটি সেন্টার এস ডি এন বি ইচ ডি
দোকান ও সেবার সংখ্যা৭১৩+
তলার মোট আয়তন৪৬৫,০০০ মিটার²
তলার সংখ্যা
মলের ভিতর(২০০৭)
ভিতরের বৃষ্টি বাগান (২০১৮)

১ উৎমা শপিংমলটি মালয়েশিয়ার বন্দনা উৎমা, দামানসারা, পেটলিং জয়া, সেলাঙ্গরে অবস্থিত। এই ১ উৎমা মলটি ১৯৯৫ সালে খোলা হয় এখানে। মোট ৫৫৯২০১৫ বর্গ ফুট নিয়ে তৈরি এই মলটি । [১] যেটি মালয়েশিয়ার সবচেয়ে বড়ো আর পৃথিবীর সপ্তম শপিংমল[২] এই শপিংমলের ছাদে একটা বড়ো বাগান আছে। দক্ষিণ এশিয়ামহাদেশের একটা গোপন বাগান ও আছে এই শপিংমলে। এখানে দুটো সিনেমা দেখার হল আছে , গোল্ডেন সিনেমা হল আর টিজিভি সিনেমা হল। একটি ৩৬ এর লেনের বোলিং এলিল আছে ,একটি তোরণ কেন্দ্র আছে এবং বাচ্ছাদের খেলার মাঠও আছে এখানে ।

এখানে ছটি বিনিদনমূলক খেলার জায়গায় আছে যেমন এয়াররিডের, ফ্লোরিডের, ক্যাম্প৫, সালান্টিস, প্যাডিং এবং হিট রুটটপ বেসবল।

ইট্রোনিক্স গাড়ি এখানেই চার্জ দিতে পারে।

দোকান[সম্পাদনা]

ইতিহাস[সম্পাদনা]

১৯৯১ পর্যন্ত এখানে কোনো শুধু মাত্র নারকেল গাছের বাগান ছিলো আর লোক বসতি বলতে প্রায় ১০০ জন মতো। কিন্তু এই বন্দনা উৎমা উন্নতি করা হয় ১৯৯০ সালের পরে। এই জায়গাটির উন্নতি করতে সি হোলি চান হোল্ডিং এস ডি এচ কোম্পানিকে দেয়া হয় । এরপরে এখানে ১৯৯৫ সালে টিভি সেন্টার, শ্রী পেন্টাস খোলা হয় । এর পরে ১৯৯৬ সালে ১ উৎমার শপিংমল খোলা হয়। এটার পরে নাম হয় জয়া জুস্কো চেইন ডিপার্টমেন্ট । এখন এটার নাম AEON ।

দর্শক[সম্পাদনা]

সপ্তাহে এখানে ৬০০০০ থেকে ৯০০০০ হাজার দর্শক এখানে আসেন। </ref>

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

এখানে বান্দার উৎমা রেল স্টেশন ও বাস স্ট্যান্ড আছে । এই গুলোই এখানকার প্রধান যোগাযোগ ব্যবস্থা।

বান্দার উৎমা রেল স্টেশন

আর কিছু[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About us"। 1 Utama official site। ২৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১২ 
  2. "Emporis: 1 Utama Shopping Centre" (পিডিএফ)। ২০১৩-১১-১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]


টেমপ্লেট:Shopping malls in Malaysia