বিষয়বস্তুতে চলুন

১৯৭৮ পুরুষ হকি বিশ্বকাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৭৮ পুরুষ হকি বিশ্বকাপ
প্রতিযোগিতার বিস্তারিত
স্বাগতিক দেশআর্জেন্টিনা
শহরবুয়েনোস আইরেস
তারিখ১৯ মার্চ – ২ এপ্রিল
দল১৪
মাঠআর্জেন্টিনা পোলো গ্রাউন্ড
শীর্ষ তিনটি দল
চ্যাম্পিয়ন পাকিস্তান (২য় শিরোপা)
রানার-আপ নেদারল্যান্ডস
তৃতীয় স্থান অস্ট্রেলিয়া
প্রতিযোগিতার পরিসংখ্যান
ম্যাচ সংখ্যা৫৫
গোল সংখ্যা২২৪ (ম্যাচ প্রতি ৪.০৭টি)
শীর্ষ গোলদাতানেদারল্যান্ডস পল লিজেন্স (১৫ গোল)
১৯৭৫ (পূর্ববর্তী) (পরবর্তী) ১৯৮২

১৯৭৮ পুরুষ হকি বিশ্বকাপ হল আন্তর্জাতিক হকি ফেডারেশন পরিচালিত পুরুষ হকি বিশ্বকাপের চতুর্থ আসর যা ১৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত আর্জেন্টিনার বুয়েনোস আইরেস শহরে অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তান দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল।[]

গ্রুপ পর্ব

[সম্পাদনা]

গ্রুপ এ

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন  AUS  FRG  IND  ENG  POL  CAN  BEL
 অস্ট্রেলিয়া ১৮ +১১ ১০ সেমি-ফাইনাল ৩–২ ২–০ ৪–০ ৫–২
 পশ্চিম জার্মানি ২৫ ১৩ +১২ ৭–০ ০–০ ৯–৪ ৩–৩
 ভারত ১২ −৪ ৫ম-৮ম নির্ধারক ২–০ ১–০
 ইংল্যান্ড ১–১ ৩–০ ৩–৩
 পোল্যান্ড ১৫ ২৪ −৯ ৯ম-১২শ নির্ধারক ১–৪ ১–৩
 কানাডা ১২ ১৬ −৪ ৩–৪ ৩–১ ১–২
 বেলজিয়াম ১২ ১৮ −৬ ১৩শ নির্ধারক ১–০ ৪–৭ ২–২

গ্রুপ বি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন  PAK  NED  ESP  ARG  MAS  IRE  ITA
 পাকিস্তান ৩১ +২৯ ১২ সেমি-ফাইনাল ৩–১ ২–১ ৯–০ ৭–০
 নেদারল্যান্ডস ২১ +১২ ১০ ২–১ ২–১ ৮–০
 স্পেন +৩ ৫ম-৮ম নির্ধারক ১–০ ১–০
 আর্জেন্টিনা (H) ১২ −৩ ০–৭ ২–৩ ০–০ ১–১ ২–১ ৪–০
 মালয়েশিয়া ১০ −৩ ৯ম-১২শ নির্ধারক ০–৩ ২–২ ৩–১
 আয়ারল্যান্ড ১৯ −১১ ২–৫
 ইতালি ২৮ −২৭ ১৩শ নির্ধারক ০–৩ ০–৩
উৎস: এফআইএইচ
(H) স্বাগতিক।

১৩শ স্থান নির্ধারক

[সম্পাদনা]
  ১৩শ স্থান নির্ধারক
এ৭   ইতালি
বি৭   বেলজিয়াম

৯ম-১২শ স্থান নির্ধারক

[সম্পাদনা]
 
৯ম-১২শ সেমি-ফাইনাল৯ম স্থান নির্ধারক
 
      
 
৩১ মার্চ
 
 
 আয়ারল্যান্ড১ (২)
 
১ এপ্রিল
 
 পোল্যান্ড (পে.)১ (৪)
 
 পোল্যান্ড
 
৩১ মার্চ
 
 মালয়েশিয়া
 
 কানাডা
 
 
 মালয়েশিয়া
 
১১শ স্থান নির্ধারক
 
 
১ এপ্রিল
 
 
 কানাডা
 
 
 আয়ারল্যান্ড

৫ম-৮ম নির্ধারক পর্ব

[সম্পাদনা]
 
৫ম-৮ম সেমি-ফাইনাল৫ম স্থান নির্ধারক
 
      
 
৩১ মার্চ
 
 
 ভারত
 
১ এপ্রিল
 
 আর্জেন্টিনা
 
 স্পেন
 
৩১ মার্চ
 
 ভারত
 
 স্পেন
 
 
 ইংল্যান্ড
 
৭ম স্থান নির্ধারক
 
 
১ এপ্রিল
 
 
 ইংল্যান্ড
 
 
 আর্জেন্টিনা

নক-আউট পর্ব

[সম্পাদনা]
  সেমি-ফাইনাল ফাইনাল
৩১ মার্চ
  নেদারল্যান্ডস  ৩  
  অস্ট্রেলিয়া  ২  
 
২ এপ্রিল
      পাকিস্তান  ৩
    নেদারল্যান্ডস  ২
তৃতীয় স্থান নির্ধারণী
৩১ মার্চ ২ এপ্রিল
  পাকিস্তান  ১   অস্ট্রেলিয়া  ৪
  পশ্চিম জার্মানি  ০     পশ্চিম জার্মানি  ৩

ফাইনাল

[সম্পাদনা]
২ এপ্রিল ১৯৭৮
পাকিস্তান  ৩–২  নেদারল্যান্ডস
রসূল (পে.), ইসলাহুদ্দিন, এহসানুল্লাহ ক্রুইজ (পে.), লিজেন্স

দর্শক: ১৫,০০০
আম্পায়ার:
এইচ সারভেতো (আর্জেন্টিনা) ও এল জিলেট (ফ্রান্স)

পাকিস্তান
সালিম শেরওয়ানি, মুনওয়ারুজ জামান, সাঈদ আহমেদ, মুহাম্মাদ শফিক, রানা এহসানুল্লাহ, আখতার রসূল, ইসলাহুদ্দিন সিদ্দিকী, হানিফ খান, মঞ্জুর হুসেন, শাহনাজ শেখ, সামিউল্লাহ খান

নেদারল্যান্ডস
মার্টেন সিকিং, আন্দ্রে বোলহুইস, ইম্বার্ট জেবিঙ্ক, গার্ট ভ্যান এইক, হ্যান্স জোরিৎসমা, টাইস ক্রুইজ, থিও ডোয়্যার, রন স্টিনস, পল লিজেন্স, টিম স্টিনস, ওউটার লিফার্স


 ১৯৭৮ হকি বিশ্বকাপ বিজয়ী 

পাকিস্তান
দ্বিতীয় শিরোপা

অন্তিম অবস্থান

[সম্পাদনা]
অব. দল
১  পাকিস্তান
২  নেদারল্যান্ডস
৩  অস্ট্রেলিয়া
 পশ্চিম জার্মানি
 স্পেন
 ভারত
 ইংল্যান্ড
 আর্জেন্টিনা
 পোল্যান্ড
১০  মালয়েশিয়া
১১  কানাডা
১২  আয়ারল্যান্ড
১১  ইতালি
১২  বেলজিয়াম

পরিসংখ্যান

[সম্পাদনা]

উৎস:Rediff.com

এই প্রতিযোগিতায় ৫৫টি ম্যাচে ২২৫টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ৪.০৯টি গোল।

১৫টি গোল

১৪টি গোল

১২টি গোল

৭টি গোল

৬টি গোল

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sydney Friskin. "Hockey." Times [London, England] 3 Apr. 1978"the Times