১৯৭৫ পুরুষ হকি বিশ্বকাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৭৫ পুরুষ হকি বিশ্বকাপ
প্রতিযোগিতার বিস্তারিত
স্বাগতিক দেশমালয়েশিয়া
শহরকুয়ালালামপুর
তারিখ১–১৫ মার্চ ১৯৭৫
দল১২ (৫টি কনফেডারেশন থেকে)
মাঠস্টেডিয়াম মারডেকা
শীর্ষ তিনটি দল
চ্যাম্পিয়ন ভারত (১ম শিরোপা)
রানার-আপ পাকিস্তান
তৃতীয় স্থান পশ্চিম জার্মানি
প্রতিযোগিতার পরিসংখ্যান
ম্যাচ সংখ্যা৪২
গোল সংখ্যা১৭৫ (ম্যাচ প্রতি ৪.১৭টি)
শীর্ষ গোলদাতানেদারল্যান্ডস টাইস ক্রুইজ
পাকিস্তান মঞ্জুর-উল হাসান
পোল্যান্ড স্তেফান অতুলাকাউস্কি (৭ গোল)
১৯৭৩ (পূর্ববর্তী) (পরবর্তী) ১৯৭৮

১৯৭৫ পুরুষ হকি বিশ্বকাপ হল আন্তর্জাতিক হকি ফেডারেশন পরিচালিত পুরুষ হকি বিশ্বকাপের তৃতীয় আসর যা ১ থেকে ১৫ মার্চ পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে অনুষ্ঠিত হয়েছিল। ফাইনালে ভারত পাকিস্তানকে ২-১ ফলাফলে পরাজিত করে প্রথম শিরোপা জিতে নেয় এবং পশ্চিম জার্মানি আয়োজক মালয়েশিয়াকে ৪-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছিল।[১]

দল[সম্পাদনা]

তারিখ ইভেন্ট অবস্থান কোটা উত্তীর্ণ দল
আয়োজক  মালয়েশিয়া
২৪ আগস্ট – ২ সেপ্টেম্বর ১৯৭৩ ১৯৭৩ বিশ্বকাপ আমস্টেলভিন, নেদারল্যান্ডস  নেদারল্যান্ডস
 ভারত
 পশ্চিম জার্মানি
 পাকিস্তান
 স্পেন
 ইংল্যান্ড
 নিউজিল্যান্ড
২ – ১১ মে ১৯৭৪ ১৯৭৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মাদ্রিদ, স্পেন  পোল্যান্ড
৩১ আগস্ট – ৫ সেপ্টেম্বর ১৯৭৪ প্যান আমেরিকান বাছাইপর্ব বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা  আর্জেন্টিনা
অক্টোবর ১৯৭৪ ১৯৭৪ আফ্রিকান কাপ কায়রো, মিশর  ঘানা
ওশিয়ানিয়া বাছাইপর্ব  অস্ট্রেলিয়া
মোট ১২

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ এ[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন  PAK  MAS  ESP  NZL  POL  NED
 পাকিস্তান ১৪ +৮ সেমি-ফাইনাল ২–১ ২–০ ২–২
 মালয়েশিয়া (H) +২ ০–০ ০–০ ৩–১
 স্পেন −৪ [ক] ৫ম-৮ম নির্ধারক ০–৫ ১–০ ৪–১
 নিউজিল্যান্ড −১ [ক] ৩–২ ২–১
 পোল্যান্ড ১৩ −৫ [খ] ৯ম-১২শ নির্ধারক ২–১
 নেদারল্যান্ডস [খ] ৩–৩ ১–২ ৩–০
উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড ফলাফল; ৩) গোল পার্থক্য; ৪) মোট স্বপক্ষে গোল।
(H) স্বাগতিক।
টীকা:
  1. হেড-টু-হেড ফলাফলে স্পেন নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ী
  2. হেড-টু-হেড ফলাফলে পোল্যান্ড নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ী

গ্রুপ বি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন  IND  FRG  AUS  ENG  ARG  GHA
 ভারত ১৪ +৯ [ক] সেমি-ফাইনাল ৩–১ ২–১
 পশ্চিম জার্মানি ১৩ +৪ [ক] ৩–০ ৪–২ ৩–২
 অস্ট্রেলিয়া ১৬ +১০ ৫ম-৮ম নির্ধারক ১–১ ২–২ ১–৩ ৯–০
 ইংল্যান্ড ১৩ ১০ +৩ ৩–৩ ৬–১
 আর্জেন্টিনা ১২ −৩ ৯ম-১২শ নির্ধারক ২–১ ০–৩ ২–১
 ঘানা ২৭ −২৩ ০–৭
উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড ফলাফল; ৩) গোল পার্থক্য; ৪) মোট স্বপক্ষে গোল।
টীকা:
  1. হেড-টু-হেড ফলাফলে ভারত পশ্চিম জার্মানির বিপক্ষে জয়ী

৯ম-১২শ স্থান নির্ধারক[সম্পাদনা]

বন্ধনী[সম্পাদনা]

 
৯ম-১২শ সেমি-ফাইনাল৯ম স্থান নির্ধারক
 
      
 
১২ মার্চ
 
 
 নেদারল্যান্ডস
 
১৪ মার্চ
 
 আর্জেন্টিনা
 
 নেদারল্যান্ডস
 
১২ মার্চ
 
 পোল্যান্ড
 
 পোল্যান্ড (অ.স.প.)
 
 
 ঘানা
 
১১শ স্থান নির্ধারক
 
 
১৪ মার্চ
 
 
 আর্জেন্টিনা
 
 
 ঘানা

১১শ স্থান নির্ধারক[সম্পাদনা]

১৪ মার্চ ১৯৭৫
আর্জেন্টিনা  ৬–০  ঘানা
মারিনোনি গোল ?'
পাওলুচ্চি গোল ?'?'?'
দিসেরা গোল ?'
দে জিয়াকোমি গোল ?'

৯ম স্থান নির্ধারক[সম্পাদনা]

১৪ মার্চ ১৯৭৫
নেদারল্যান্ডস  ৩–১  পোল্যান্ড
হ্যান্স ক্রুইজ গোল ২৩'৬৯'
টাইস ক্রুইজ গোল ৫৩'
স্তেফানস্কি গোল ?'

৫ম-৮ম নির্ধারক পর্ব[সম্পাদনা]

বন্ধনী[সম্পাদনা]

 
৫ম-৮ম সেমি-ফাইনাল৫ম স্থান নির্ধারক
 
      
 
১২ মার্চ
 
 
 ইংল্যান্ড (অ.স.প.)
 
১৪ মার্চ
 
 স্পেন
 
 অস্ট্রেলিয়া
 
১২ মার্চ
 
 ইংল্যান্ড
 
 অস্ট্রেলিয়া
 
 
 নিউজিল্যান্ড
 
৭ম স্থান নির্ধারক
 
 
১৪ মার্চ
 
 
 নিউজিল্যান্ড
 
 
 স্পেন

৭ম স্থান নির্ধারক[সম্পাদনা]

১৪ মার্চ ১৯৭৫
নিউজিল্যান্ড  ২–১  স্পেন
প্যাটেল গোল ২৭'
পার্কিন গোল ৪৬'
ফ্যাব্রেগাস গোল ২৮'

৫ম স্থান নির্ধারক[সম্পাদনা]

১৪ মার্চ ১৯৭৫
অস্ট্রেলিয়া  ৩–১  ইংল্যান্ড
আরভাইন গোল ১৭'৪৩'
হেগ গোল ৬৯'
নিয়েল গোল ৬৫'

নক-আউট পর্ব[সম্পাদনা]

বন্ধনী[সম্পাদনা]

  সেমি-ফাইনাল[২] ফাইনাল
১৩ মার্চ
  পাকিস্তান    
  পশ্চিম জার্মানি  ১  
 
১৫ মার্চ
      ভারত  
    পাকিস্তান  ১
তৃতীয় স্থান নির্ধারণী
১৩ মার্চ ১৫ মার্চ
  ভারত (অ.স.প.)     পশ্চিম জার্মানি  
  মালয়েশিয়া  ২     মালয়েশিয়া  ০

৩য় স্থান নির্ধারক[সম্পাদনা]

১৫ মার্চ ১৯৭৫
পশ্চিম জার্মানি  ৪–০  মালয়েশিয়া
লরাস্কাট গোল ৪'
স্ট্রডটার গোল ১৫'
ট্রাম্প গোল ৪৫'৬০'
রিপোর্ট
স্টেডিয়াম মারডেকা

ফাইনাল[সম্পাদনা]

ফাইনাল ম্যাচে ভারতীয় দল তাদের চিরাচরিত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানি দলের মুখোমুখি হয়। ম্যাচটি ১৫ মার্চ ১৯৭৫ তারিখে নির্ধারিত ছিল। অশোক কুমার, বিশ্বকাপে ভারতের একমাত্র বিজয় অর্জনের জন্য গুরুত্বপূর্ণ জয়সূচক গোলটি করেছিলেন।[৩][৪][৫][৬]

১৫ মার্চ ১৯৭৫
১৫:০০
ভারত  ২–১  পাকিস্তান
এস. সিং গোল ৪৪'
কুমার গোল ৫১'
জাহিদ গোল ১৭'

দর্শক: ৩৫,০০০—৫০,০০০[৭][৮]
আম্পায়ার:
জি. বিজয়নাথন (মালয়েশিয়া)
এ. রেনঁ (ফ্রান্স)

ভারত[৮]
লেসলি ফার্নান্দেজ, অশোক দিওয়ান (২), সুরজিৎ সিং রানধাওয়া (৪), মাইকেল কিন্ডো, আসলাম শের খান (৫), বরিন্দর সিং (৬), ওঙ্কার সিং, মোহিন্দর সিং (৮), অজিত পাল সিং (৭, অধিনায়ক), অশোক কুমার (১৭), বি. পি. গোবিন্দ (১১), হরচরণ সিং (১৫), হারজিন্দর সিং, ভিক্টর ফিলিপ্স (১০), শিবাজী পাওয়ার (১৬), পি. ই. কালাইয়াহ

পাকিস্তান[৮]
সালিম শেরওয়ানি (১), মঞ্জুর-উল হাসান সিনিয়র (২), মুনাওয়ার উজ জামান (৩), সালিম নাজিম (১৪), আখতার রসূল (৫), ইফতেখার আহমেদ (৬), ইসলাহুদ্দিন (৭, অধিনায়ক), মহম্মদ আজম (১৫), মঞ্জুর-উল হাসান জুনিয়র (৯), মহম্মদ জাহিদ (১০), সামিউল্লাহ খান (১১), সফদর আব্বাস (১৬)


 ১৯৭৫ হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন 

ভারত
প্রথম শিরোপা

পরিসংখ্যান[সম্পাদনা]

অন্তিম অবস্থান[সম্পাদনা]

অব. দল
১  ভারত
২  পাকিস্তান
৩  পশ্চিম জার্মানি
 মালয়েশিয়া
 অস্ট্রেলিয়া
 ইংল্যান্ড
 নিউজিল্যান্ড
 স্পেন
 নেদারল্যান্ডস
১০  পোল্যান্ড
১১  আর্জেন্টিনা
১২  ঘানা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Shah, J. J. (২৮ সেপ্টেম্বর ২০১১)। "Targeting New Heights"। malaysiahockey.com.my. Malaysian Hockey Federation। ১৪ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১২ 
  2. "Rained off"The Straits Times। ১৪ মার্চ ১৯৭৫। পৃষ্ঠা 1। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২২ 
  3. "India celebrates 30th anniversary of World Cup triumph"। fih.ch. International Hockey Federation। ১৬ মার্চ ২০০৫। ৭ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১২ 
  4. Lokapally, Vijay (২৬ ফেব্রুয়ারি ২০১০)। "The 1975 triumph and after"The HinduNew Delhi। ৭ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১২ 
  5. "1975 Mens World Cup: World Cup - Competitions - International Hockey Federation"। ১৭ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১২ 
  6. "Sydney Friskin. "Hockey." Times [London, England] 17 Mar. 1975"the Times 
  7. "India fight back to rule hockey world"New Nation (ইংরেজি ভাষায়)। ১৬ মার্চ ১৯৭৫। পৃষ্ঠা 20। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২২ 
  8. Frida, Ernest (১৬ মার্চ ১৯৭৫)। "INDIA ARE THE WORLD CHAMPIONS" (ইংরেজি ভাষায়)। The Straits Times। পৃষ্ঠা 26। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]