১০১৯৫৫ বেনু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(১০১৯৫৫) বেনু
আবিষ্কার
আবিষ্কারকনাসা লিনিয়ার প্রজেক্ট
আবিষ্কারের তারিখ১১ সেপ্টেম্বর ১৯৯৯
কক্ষপথের বৈশিষ্ট্য
কক্ষীয় পর্যায়কাল১.২০ yr (৪৩৬.৬৫ d)
গড় কক্ষীয় দ্রুতি৬৩,০০০ mph
নতি৬.০৩৪৯°
উদ্বিন্দুর দ্রাঘিমা২.০৬০৯°

বেনু,এপোলো গ্রুপের একটি গ্রহাণু, নাসার লিনিয়ার প্রজেক্টের মাধ্যমে এটি আবিষ্কৃত হয়। পৃথিবীর সাথে এর সংঘর্ষ হওয়ার সম্ভাবনা প্রবল। সেন্ট্রি যা ক্রমাগত সে সকল গ্রহাণু গুলোকে পরীক্ষণ করে চলেছে যে গুলো আগামী শতাব্দীর মধ্যে পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়তে পারে।

বেনু সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্যে নাসা "ওসিরিস রেক্স" মিশন চালনা করেছে, যা গ্রহাণুটির গঠনগত প্রকৃতি ও আকৃতি সম্পর্কে সুষ্ঠু ধারণা দিবে। বর্তমান ধারণা বা হিসেব অনুযায়ী বেনুর পৃথিবীতে আঘাত হানার সময়সীমা ২১৭৫ থেকে ২১৯৬ সালের মধ্যে ধরা হয়। পৃথিবীর সাথে এর সংঘর্ষ হলে সম্ভাব্য প্রতিক্রিয়া হবে প্রায় ১২০০ মেগা টনের কাছাকাছি।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]