ক্রিস কলম্বাস (চলচ্চিত্রকার)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রিস কলম্বাস
জন্ম
ক্রিস জোসেফ কলম্বাস
পেশাপরিচালক, প্রযোজ, চিত্রনাট্যলেখক
কর্মজীবন১৯৮৪–বর্তমান
দাম্পত্য সঙ্গীমনিকা ডেভেরক্স (১৯৬৩–বর্তমান)

ক্রিস জোসেফ কলম্বাস[১] (ইংরেজি ভাষায়:Chris Columbus) (জন্ম সেপ্টেম্বর ১০,১৯৫৮) একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যলেখক। হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস, হোম অ্যালোন ইত্যাদি চলচ্চিত্রে কাজের জন্য তিনি সর্বাধিক পরিচিত। কমেডি চলচ্চিত্র হোম অ্যালোন-এ কাজের জন্য তিনি ব্রিটিশ কমেডি অ্যাওয়ার্ড জিতেছেন।

প্রথম জীবন[সম্পাদনা]

ক্রিস কলম্বাস ১৯৫৮ সালে পেনসিলভানিয়ার স্প্যাংলারে জন্মগ্রহণ করেন। তবে তিনি ইয়ংসটাউন, ওহাইওতে বড় হয়েছেন। তার বাবার নাম অ্যালেক্স মাইকেল কলম্বাস, তিনি অ্যালুমিনিয়ামকয়লা খনির শ্রমিক। কলম্বাসের মায়ের নাম মেরি আইরিন, তিনি কারখানার কর্মচারী।[২][৩][৪] ক্রিস কলম্বাস ইতালি ও চেক বংশোদ্ভূত মার্কিন নাগরিক।[৫] ওহাইওর জন এফ.কেনেডি হাই স্কুল থেকে তিনি পড়ালেখা করেছেন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কলম্বাস স্নাতক সম্পন্ন করেছেন। সেখানে তিনি বিখ্যাত আমেরিকান চলচ্চিত্র, নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যলেখক চার্লি কফম্যানের সহপাঠী ছিলেন।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://www.usitc.gov/publications/337/pub1815.pdf
  2. Wazir, Burhan (২০০১-১০-২৮)। "Hogwarts and all"The Guardian। London। সংগ্রহের তারিখ ২০১০-০৪-২৮ 
  3. http://www.filmreference.com/film/13/Chris-Columbus.html
  4. Europa Publications (২০০৩)। The International Who's Who 2004। Routledge। পৃষ্ঠা 346। ISBN1857432177। 
  5. Janusonis, Michael (১৯৯৩-১১-২৮)। "Chris Columbus discovers a new joy in directing 'Mrs. Doubtfire'"। Providence Journal। ২০১২-০৭-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১১-০৫ 
  6. Box Office Prophets

বহিঃসংযোগ[সম্পাদনা]