হেমেন্দ্রনাথ চট্টোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হেমেন্দ্রনাথ চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি বিজ্ঞানী যিনি প্রথম ডায়রিয়া জাতীয় রোগ যেমন কলেরা, আমাশয় প্রতিকারে মৌখিক পুনরুদন থেরাপি বা ওরাল রিহাইড্রেশন থেরাপি (ওআরটি) উদ্ভাবন করেন। ১৯৫৩ সালে কলকাতায় তিনি একটি হাসপাতালে তিনি প্রথম তাঁর প্রস্তাবিত খাবার স্যালাইন কলেরা প্রতিকারে ব্যবহার করেন এবং সফল হন। তার গবেষণা পত্র ১৯৫৩ সালে বিখ্যাত জার্নাল ল্যানসেট এ প্রকাশিত হয়। [১][২] ১৯৫৩ সালে তিনি কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে কর্মরত ছিলেন। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Control of vomiting in cholera and oral replacement of fluid; Chatterjee HN; Lancet. 1953 Nov 2;2(6795):1063 [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. MAGIC BULLET: THE HISTORY OF ORAL REHYDRATION THERAPY; JOSHUA NALIBOW RUXIN
  3. [১],Letters to the Editor