হেমি বাওয়া
হেমি বাওয়া | |
---|---|
জন্ম | ১৯৪৮[১] দিল্লি, ভারত |
পেশা | চিত্রশিল্পী ভাস্কর |
পরিচিতির কারণ | আধুনিক শিল্পকলা |
দাম্পত্য সঙ্গী | ইন্দ্রজিৎ সিং বাওয়া |
পুরস্কার | পদ্মশ্রী |
ওয়েবসাইট | Website |
হেমি বাওয়া হলেন একজন ভারতীয় চিত্রশিল্পী এবং ভাস্কর। তাঁর কাজের মাধ্যমের বিস্তৃত পরিসরের মধ্যে রয়েছে অ্যাক্রিলিক ও কাঁচের ওপর চিত্রাঙ্কন এবং ঢালাই কাঁচ, ফাইবার গ্লাস এবং তামা-চালিত কাঁচের তৈরি ভাস্কর্য।[২] তিনি বাস্তবিক এবং ধারণাগত সাম্রাজ্যের মধ্যে সম্পর্কের বিষয়টি পদার্থ, রূপ এবং মর্ম দিয়ে অন্বেষণ করেন। বাওয়া বিশ্বাস করেন যে এই শৈল্পিক প্রক্রিয়া দর্শকদের তাঁর কাজের একাধিক ব্যাখ্যা ভাবতে সহায়তা করে।[৩]
বাওয়া ১৯৪৮ সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন, ১৯৬২ সালে যখন তিনি চিত্রকর্ম শুরু করেছিলেন তখন কোনও আনুষ্ঠানিক প্রশিক্ষণ তাঁর ছিলনা। [৪]
শিক্ষা ও কর্মজীবন
[সম্পাদনা]বাওয়া ত্রিবেণী কলা সঙ্গমে চারুকলা নিয়ে পড়াশোনা করেছিলেন, তার পরে তিনি ঢালাই কাচের শিল্প শিখতে লন্ডনের সেন্ট মার্টিন কলেজে যান।[৩] পরে, তিনি স্ক্যান্ডিনেভিয়ার কাচ তৈরির কৌশলগুলি অধ্যয়ন করেছিলেন। এরপর তিনি সেই মাধ্যমটিতে এবং তাছাড়াও ধাতু, কাঠ এবং অ্যাক্রিলিকের সংমিশ্রণে কাজ শুরু করেছিলেন।[৫] ১৯৯৬ সালে, কোকা-কোলা তাঁকে একটি ভাস্কর্যের কাজে নিযুক্ত করেছিল, আটলান্টায় ১৯৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের সময় প্রদর্শন করার জন্য। সেই আট ফুট উঁচু কাজটি এখন নগরীর কোকাকোলা যাদুঘরে প্রদর্শিত হয়। [২][৬] দিল্লিতে গ্লাস ডাইমেনশন প্রদর্শনী এবং ভারত আর্ট ফেয়ার ২০১২ সহ তিনি ভারত এবং বিদেশে একক এবং দলগত প্রদর্শনী করেছেন।[৭][৮]
শিল্পকলায় তাঁর অবদানের জন্য ২০০৯ সালে ভারত সরকার তাঁকে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করেছিল।[৯] ২০১০ সালে প্রকাশিত অলকা পান্ডের একটি বই হেমি বাওয়া তে তাঁর জীবনী ও রচনাগুলি নথিভুক্ত করা হয়েছে।[১০] তিনি এক শিল্পপতি ইন্দ্রজিৎ সিং বাওয়াকে বিবাহ করেছেন এবং এই দম্পতি দিল্লিতে হেইলি রোডে থাকেন।[১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Hemi Bawa"। ৬ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২১।
- ↑ ক খ "Padma Shri is a recognition of my art: Hemi Bawa"। Mid Day। ১১ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ ক খ "HEMI BAWA"। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২১।
- ↑ "Harry Winston and Hemi Bawa"। Jot Impex। ২০১৬। ১৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "Meet the Artist – Hemi Bawa"। Corning Museum of Glass। ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ May 31, india today digital; May 31, 1996 ISSUE DATE:; June 1, 1996UPDATED:; Ist, 2013 11:40। "Sculptor Hemi Bawa's Coke bottle selected for Atlanta Olympics"। India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২১।
- ↑ "India`s glass diva sparkles again"। Zee News। ৪ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "Hemi Bawa explores the power of present"। The Indian Express। ১৫ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৬। ১৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৬।
- ↑ Pande, Alka (২০১০)। Hemi Bawa। Om Books। আইএসবিএন 9788174367938।
- ↑ "Artistic impressions"। India Today। ১৬ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "Hemi Bawa 2012"। YouTube video। Artspeaks India। ১ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৬।
আরো পড়ুন
[সম্পাদনা]- Pande, Alka (২০১০)। Hemi Bawa। Om Books। আইএসবিএন 9788174367938।