বিষয়বস্তুতে চলুন

হেমিলিউকা পেগলেরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হেমিলিউকা পেগলেরি
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
মহাজগত: ইউক্যারিওট
জগৎ/রাজ্য: অ্যানিম্যালিয়া (Animalia)
পর্ব: আর্থ্রোপোডা (Arthropoda)
শ্রেণি: ইনসেক্টা (Insecta)
বর্গ: লেপিডোপ্টেরা (Lepidoptera)
পরিবার: স্যাটারনিডাই (Saturniidae)
গণ: Hemileuca
Lemaire, 1981
প্রজাতি: H. peigleri
দ্বিপদী নাম
Hemileuca peigleri
Lemaire, 1981

হেমিলিউকা পেগলেরি (টেক্সাস বক মথ) স্যাটারনিডাই পরিবারের একটি মথ[১]

বর্ণনা[সম্পাদনা]

পুরুষের পেট কালো (লাল চিহ্নযুক্ত) এবং মহিলাদের পেট ঘন কালো। এদের ডানা প্রায় স্বচ্ছ, ডানার উপরের দিকটিতে ধূসর কালো সীমারেখা বিদ্যমান।[২] প্রতিটি ডানায় একটি ছোট দাগ সহ একটি চওড়া সাদা দাগ রয়েছে। তাদের ডানার বিস্তার ৫.৮-৬.২ সেমি পর্যন্ত হয়।[২]

পরিসর[সম্পাদনা]

এরা পুরো টেক্সাস জুড়ে বিদ্যমান।[২]

বাসস্থান[সম্পাদনা]

এরা ওক আচ্ছাদিত পাহাড়ে বসবাস করে।[২]

বাস্তুতন্ত্র[সম্পাদনা]

এই প্রজাতির প্রাপ্তবয়স্ক মথ খাদ্য গ্রহণ করে না। স্ত্রী টেক্সাস বক মথ ওক গাছের মধ্যে এবং মাটি থেকে ১০-২০ ফুট উপরে উড়তে সক্ষম। পুরুষরা মাটির কাছাকাছি উড়ে থাকে।[২]

এদের আশ্রয়দাতা গাছের মধ্যে প্রধান টেক্সাস লাইভ ওক বৃক্ষ।[২]

শ্রেণীবিন্যাস[সম্পাদনা]

এটি কখনও কখনও হেমিলেউকা মায়া- এর একটি উপ-প্রজাতি হিসাবে মনে করা হয়। কিন্তু অনেক লেখক এটিকে নিজস্ব প্রজাতি বলে মনে করেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Texas Buck Moth (Hemileuca peigleri)"iNaturalist (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১১-৩০ 
  2. "Hemileuca peigleri Lemaire, 1981"Butterflies and Moths of North America। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১ 
  3. "Hemileuca maia peigleri"NatureServe Explorer। NatureServe। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১