হুসাইন জাইদি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হুসাইন জাইদি
জন্মহুসাইন জাইদি
(1968-02-28) ২৮ ফেব্রুয়ারি ১৯৬৮ (বয়স ৫৬)
লখনৌ, উত্তরপ্রদেশ, ভারত
পেশাঔপন্যাসিক, সাংবাদিক, চলচ্চিত্র প্রযোজক
ধরনননফিকশন, কল্পকাহিনী, অপরাধ, মাফিয়া, তদন্ত, তথ্যচিত্র
উল্লেখযোগ্য রচনাবলি
দাম্পত্যসঙ্গীভেলি থেভার[১]

লেখক ও সাংবাদিক হুসাইন জাইদি ২০১১ সালে মাফিয়া কুইন্স অফ মুম্বাই নামে একটি বই লিখেন, সেখানে তিনি গঙ্গুবাইয়ের জীবনীর উপরেও একটি অধ্যায় লিখেন। এই বইটি অনেক জনপ্রিয়তা পায়।

তার বইয়ের সূত্র ধরে আলিয়া ভাটের সিনেমা গঙ্গুবাই কোটেওয়ালির নির্মিত হয়।

এই সিনেমার পরিচালক হলো লীলা বানসালি। এই সিনেমাও অনেক জনপ্রিয়তা পায়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. My Mumbai. S. Hussain Zaidi.