হিমাংশু বসু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শহীদ হিমাংশু বসু

হিমাংশু বসু (ইংরেজি: Himangshu Basu) (১৯০৬ - ১৯৩৮) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন যুবক বিপ্লবী। স্কুলের পাঠকালে কৈশােরেই তিনি যুগান্তর দলের বৈপ্লবিক কর্মপ্রচেষ্টার সঙ্গে ঘনিষ্ঠরপে যুক্ত হন। চট্টগ্রাম অস্ত্রাগার লণ্ঠনের বিপ্লবীরা আত্মগােপন করে কলকাতায় এসে তাঁর বাড়ীতেই আস্তানা নিতেন। ডালহৌসী স্কোয়ারে টেগার্ট হত্যা প্রচেষ্টার সঙ্গে লিপ্ত বলে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর উপর অমানুষিক অত্যাচার চলে।[১] স্পেশাল ব্রাঞ্চের ডি.সি. মিঃ হ্যানসন স্বীকারােক্তি ও গােপন সংবাদ জানার জন্যে তাঁর বুকে বুটের পদাঘাত করেন। কোন খবর না পেয়ে শেষে তাঁকে মুমুর্ষ অবস্থায় প্রেসিডেন্সী জেলে প্রেরণ করা হয়। আহত অবস্থায় এই বীর সংগ্রামীর জীবনাবসান হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "জেলে ত্রিশ বছর"উইকিপিডিয়া। ২০১৯-১১-০৪। 
  2. "বইয়ের উৎস - উইকিপিডিয়া"bn.wikipedia.org। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৩