হিনা শাহিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিনা শাহিন
জন্ম
হিনা শাহিন

২১ মার্চ, ১৯৭১
অন্যান্য নামহিনা জানু
পেশাঅভিনেত্রী, নৃত্যশিল্পী
কর্মজীবন১৯৯১-বর্তমান

হিনা শাহিন (জন্ম: ২১ শে মার্চ ১৯৭১) হলেন একজন পাকিস্তানি টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী এবং মঞ্চ নৃত্যশিল্পী।[১][২]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

হিনা শাহীন পাকিস্তানের পাঞ্জাবের লাহোরে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।[৩] তিনি লাহোর কলেজ অফ কমার্স থেকে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন।

অভিনয়জীবন[সম্পাদনা]

তিনি টেলিভিশন অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন এবং ১৯৯০ এর দশকের শুরুতে কয়েকটি টিভি ধারাবাইকে অভিনয় করেছিলেন। তিনি বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সাইদ রিজভির ভাই বিজ্ঞাপন প্রযোজক/পরিচালক মাসুদ রিজভির সাথেও কাজ করেছেন। পরবর্তীতে তিনি চলচ্চিত্র শিল্পের দিকে ঝুঁকে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত দিল ছিল তার প্রথম চলচ্চিত্র। কিন্তু তিনি কখনও খুব বেশি সাফল্য পাননি এবং তিনি কখনও কোনও প্রধান চরিত্রে অভিনয় করতে পারেননি। চলচ্চিত্রে ব্যর্থতার পর তিনি মঞ্চ নাটকের দিকে ঝুঁকে ছিলেন। তার মঞ্চ অভিনয় তাকে প্রয়োজনীয় খ্যাতি এনে দিয়েছিল। বর্তমানে তিনি কেবল মঞ্চ নাটকে কাজ করছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Hina Shaheen - Biography, Height & Life Story"Super Stars Bio (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-৩১। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১০ 
  2. "Bollywood Movie Actress Hina Shaheen Biography, News, Photos, Videos"nettv4u (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১০ 
  3. "Archived copy"। ২০১২-১১-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১০-১৩  Hina Shaheen: Thandi thandi raat da