হাসান হাদিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হাসান হাদিস হল সেই হাদিস, যার মর্যাদা নির্ভরযোগ্য বা সহীহ হাদিসের চেয়ে কম এবং দুর্বল হাদিসের চেয়ে বেশি। এটি মূলত সহীহ হাদিসদূর্বল হাদিসের মাঝে একটি আলাদা স্বতন্ত্র স্তর। হাদিসের এই পরিভাষাটি ইসলামের প্রাথমিক যুগ থেকে প্রচলিত হয়ে আসলেও ইমাম তিরমিজি তার হাদিসগ্রন্থে এটির বহুল ব্যবহার করেছেন।[১]

সংজ্ঞা[সম্পাদনা]

হাসান হাদিস কী সে বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে।[২] ইবনে কাসির আলবাসসুল হাসিস কিতাবে বলেছেন: এই ধরনের হাদিস এটি পর্যবেক্ষকের দৃষ্টিতে সহীহ ও দুর্বলের মধ্যে একটি মাধ্যম ছিল। এ বিষয়টি শাস্ত্রের অনেক পণ্ডিতের পক্ষে এটিকে স্পষ্ট করা এবং সংজ্ঞায়িত করা কঠিন। কারণ এটি একটি আপেক্ষিক বিষয়।

ইমাম তিরমিযী বলেছেন: হাসান সেই হাদিস যার সনদ মিথ্যা বলার জন্য অভিযুক্ত নয় এবং সেটি একটি অস্বাভাবিক হাদীসও নয়।

মুহাদ্দিসদের মতে, হাসান হাদিস হল যে হাদিসের মধ্যে সহীহ হাদিসের সবগুণ বিদ্যমান; তবে তার বর্ণনাকারী ব্যক্তির স্বরণশক্তির কিছুটা দুর্বলতা প্রমাণিত হয়েছে। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. الامام ابن حجر العسقلاني: نخبة الفكر ؛ فصل أقسام الحديث 
  2. "ضوابط الاحتجاج بالحديث الحسن والصحيح لغيره - إسلام ويب - مركز الفتوى"। সংগ্রহের তারিখ ২০২১-০১-১০ 
  3. ابن حجر: نزهة النظر في شرح نخبة الفكر