হার্ভার্ড কলেজ মানমন্দির
অবয়ব

হার্ভার্ড কলেজ মানমন্দির হার্ভার্ড ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞান বিভাগের দ্বারা পরিচালিত জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত একটি প্রতিষ্ঠান।
ইতিহাস
[সম্পাদনা]১৮৩৯ সালে হার্ভার্ড কর্পোরেশন বোস্টনের প্রখ্যাত ঘড়ি নির্মাতা উইলিয়াম ক্র্যাঞ্চ বন্ডকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণের জন্য বিনা বেতনে নিয়োগ দেয়।[১] এর মধ্যে দিয়েই হার্ভার্ড কলেজ মানমন্দিরের সূত্রপাত ঘটে। এই মানমন্দিরের প্রথম টেলিস্কোপ ১৮৪৭ সালে স্থাপন করা হয়। ১৮৬৭ সাল পর্যন্ত এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে স্থাপিত বৃহত্তম টেলিস্কোপ।[২]
পরিচালকবৃন্দ
[সম্পাদনা]হার্ভার্ড কলেজ মানমন্দিরের বিভিন্ন সময়ে পরিচালকবৃন্দ হলেন:[৩]
- উইলিয়াম ক্র্যাঞ্চ বন্ড (১৮৩৯-১৮৫৯)
- জর্জ ফিলিপস বন্ড (১৮৫৯-১৮৬৫)
- জোসেফ উইনলক (১৮৬৬-১৮৭৫)
- এডওয়ার্ড পিকারিং (১৮৭৭-১৯১৯)
- সোলন বেইলি (১৯১৯-১৯২১) (ভারপ্রাপ্ত)
- হার্লো শেপলি (১৯২১-১৯৫২)
- ডোনাল্ড মেনজেল (১৯৫২-১৯৬৬)
- লিও গোল্ডবার্গ (১৯৬৬-১৯৭০)
- আলেকজান্ডার ড্যালগার্নো (১৯৭০-১৯৭২) (ভারপ্রাপ্ত)
- জর্জ ফিল্ড (১৯৭২-১৯৮৩)
- আরউইন শাপিরো (১৯৮৩-২০০৪)
- চার্লস অ্যালকক (২০০৪-বর্তমান)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Great Refractor"। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ড্রোট, মারিয়া (১২ নভেম্বর ২০১২)। "A Big Step Backward for Time Domain Astronomy"। অ্যাস্ট্রোবাইটস। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Directors of HCO"। astronomy.fas.harvard.edu (ইংরেজি ভাষায়)। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৯।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |