হায়দান জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হায়দান জেলা
জেলা
দেশ ইয়েমেন
গভর্নরেটসা'দাহ
জনসংখ্যা (২০০৩)
 • মোট৬০,৩৩১
সময় অঞ্চলইয়েমেন মান সময় (ইউটিসি+৩)

হায়দান জেলা হলো ইয়েমেনের সা'দাহ গভর্নরেটের একটি জেলা । ২০০৩ সালের হিসাবে এ জেলার জনসংখ্যা ৬০৩৩১ জন। [১]

হায়দান আস-শাম ( আরবি: حيدان ) হল উত্তরে অবস্থিত এ জেলার বৃহত্তম শহর।েএটি প্রায় ২৪.০৭ মাইল (৩৮.৭৪ কিমি) ) পাহাড়ের মধ্যে অবস্থিত।এটি কাক সা'দাহ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে বিস্তৃত। ফোর-হুইল-ড্রাইভ গাড়ির মাধ্যমে ওভারল্যান্ড ভ্রমণের মাধ্যমে যাওয়া যায় । উচ্চ ও বুন্দর ভূখণ্ডের কারণে সা'দাহ থেকে পৌঁছাতে এক ঘণ্টারও বেশি সময় লাগে। এটিতে এক সময় এক বৃহৎ ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল ছিল যারা ইস্রায়েলের ভূমিতে বসতি স্থাপন করেছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Districts of Yemen"। Statoids। সংগ্রহের তারিখ অক্টোবর ২৩, ২০১০