হান্স-গেয়র্গ রামেনজে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হান্স-গেয়র্গ রামেনজে
২০১৯ সালে হান্স-গেয়র্গ রামেনজে
জন্ম (1953-04-12) ১২ এপ্রিল ১৯৫৩ (বয়স ৭১)
নাগরিকত্বজার্মানি
পেশাঅনাক্রম্যবিজ্ঞানী
নিয়োগকারীট্যুবিঙেন বিশ্ববিদ্যালয়

হান্স-গেয়র্গ রামেনজে জার্মান: Hans-Georg Rammensee; জন্ম ১২ই এপ্রিল ১৯৫৩) একজন জার্মান অনাক্রম্যবিজ্ঞানীকর্কটরোগ (ক্যান্সার) বিষয়ক গবেষক। তিনি ১৯৯৬ সাল থেকে ট্যুবিঙেন বিশ্ববিদ্যালয়ের অনাক্রম্যবিজ্ঞান বিভাগের প্রধান ও জ্যেষ্ঠতম অধ্যাপক (চেয়ার অধ্যাপক) হিসেবে দায়িত্ব পালন করছেন।[১] অধ্যাপক রামেনজে মূলত প্রধান রক্ত-সুসঙ্গতি জটিল কাঠামো সংক্রান্ত জীববিজ্ঞান ও অর্বুদ অনাক্রম্যবিজ্ঞান সংক্রান্ত গবেষণায় অবদান রেখেছেন এবং কর্কটরারোগের অনাক্রম্য চিকিৎসা ক্ষেত্রের উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Rammensee, Hans Georg - Medizinische Fakultät - Universität Tübingen"Uni-tuebingen.de। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৭