হাতিরপুল
হাতিরপুল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ব্যস্ততম বাজার এলাকা।[১] এখানে বিভিন্ন ধরনের পণ্য বেচাকেনা করা হয়। এখানকার কাঁচা সবজির বাজার অনেক স্বনামধন্য।
নামকরণ[সম্পাদনা]
হাতিরপুলের ইতিহাস অনেক প্রাচীন। ভাওয়ালের রাজারা তাঁদের পোষা হাতিদের এলিফ্যান্ট রোড ও হাতিরপুলের মধ্য দিয়ে পিলখানার হাতিশালায় নিয়ে যেতেন। রাজার হাতিদের যাতায়াতের পথে এখানে একটা পুল বা জলাশয় ছিল, যা থেকে এলাকার নাম হয়েছে হাতিরপুল।[২]
বর্তমান অবস্থা[সম্পাদনা]
এলাকার নামকরণের উৎস হাতির পুলের অস্তিত্ব বর্তমানে নেই। এখানে একটি ব্যস্ত বাজার এলাকা গড়ে উঠেছে। কাঁটাবন থেকে কাওরান বাজার পর্যন্ত একটি রাস্তা দিয়ে হাতিরপুলকে সংযুক্ত করা হয়েছে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Hatirpool-Panthapath road closed till Sunday"। ৩০ মে ২০১৫। ১৩ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৫।
- ↑ রহমান, রাসয়াত। "হাতিরপুলের হাতিগুলো"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৮।
![]() |
বাংলাদেশ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |