হলুদ বাতাসি
হলুদ বাতাসি Yellow Sailer | |
---|---|
ডানা খোলা অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Nymphalidae |
গণ: | Neptis |
প্রজাতি: | N. ananta |
দ্বিপদী নাম | |
Neptis ananta Moore, 1858 |
হলুদ বাতাসি[১] (বৈজ্ঞানিক নাম: Neptis ananta (Moore)) 'নিমফ্যালিডি'(Nymphalidae) গোত্র ও 'লিমেনিটিডিনি' (Limenitidinae) উপ-গোত্রের অন্তর্ভুক্ত প্রজাতি।
আকার
[সম্পাদনা]হলুদ বাতাসি এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৫৫-৭০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[২]
উপপ্রজাতি
[সম্পাদনা]ভারতে প্রাপ্ত হলুদ বাতাসি এর উপপ্রজাতি হল-[৩]
- Neptis ananta ananta Moore, 1858 – West Himalayan Yellow Sailer
- Neptis ananta ochracea Evans, 1924 – East Himalayan Yellow Sailer
বিস্তার
[সম্পাদনা]ভারত (হিমাচল প্রদেশ থেকে অরুণাচল প্রদেশ ও উত্তর-পূর্ব ভারত) নেপাল, ভুটান, মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে এদের পাওয়া যায়।[২]
বর্ণনা
[সম্পাদনা]প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-
এই দুর্লভ প্রজাতি জারদ বাতাসি (Neptis miah) ও নাম্বা সেইলার (Neptis namba) প্রজাতির সহিত ভীষণ সাদৃশ্যযুক্ত এবং চট করে এদের পৃথকীকরণ করা খুবই কঠিন।[২]
ডানার উপরিতল : ডানার উপরিতল কালচে বাদামি বা কালো ও কমলা-হলুদ দাগ-ছোপ-বন্ধনী যুক্ত। সামনের ডানায় সেল-এর দাগটি লম্বা,অনুভূমিক (horizontal),অবিচ্ছিন্ন ও ডানার গোড়া (base) থেকে সরুভাবে উৎপন্ন হয়ে ক্রমশ চওড়া হয়ে শেষপ্রান্তে তীক্ষ্ণ। উক্ত সেল -এর দাগটির উপরের কিনারায় শেষপ্রান্তের খানিক আগে একটি ছোট খাঁজ যুক্ত (dentate)। ডিসকাল ছোপগুলির মধ্যে ১ ও ২ নং শিরামধ্যের (inter-space) ছোপ দুটি সুস্পষ্টভাবে পৃথক এবং ২ নং এর ছোপটি আকারে বড়। কোস্টা থেকে ডানার মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত বাকি ডিসকাল ছোপগুলি অসংলগ্ন ভাবে সংযুক্ত ও বিভিন্ন আকৃতির ।সাব-টার্মিনাল রেখাটি অস্পষ্ট ও ফ্যাকাশে এবং শীর্ষভাগ (apex) থেকে টরনাস পর্যন্ত বিন্যস্ত।
পিছনের ডানার ডিসকাল বন্ধনীটি (কারো কারো মতে সাব-বেসাল বন্ধনী) চওড়া, অনুভূমিক ও সুস্পষ্ট এবং কালো শিরা দ্বারা খণ্ডিত। উক্ত বন্ধনীটি কোস্টাল শিরার নিচ থেকে ডানার গোড়া পর্যন্ত বিন্যস্ত ।এই বন্ধনীটির নিচে সরু ফ্যাকাশে একটি ডিসকাল রেখা বর্তমান। কালো শিরায় খণ্ডিত একটি পোস্ট-ডিসকাল সরু বন্ধনী কোস্টাল শিরার নিচ থেকে ডরসাম অবধি বক্রভাবে বিন্যস্ত ।সাব-টার্মিনাল রেখাটি সামনের ডানারই অনুরূপ ।উভয় ডানায় সিলিয়া (cillia) পর্যায়ক্রমে সাদা ও কালো।
ডানার নিম্নতল : ডানার নিম্নতল মরচেরঙা বাদামি বা লালচে বাদামি এবং দাগ-ছোপ-বন্ধনী উপরিতলেরই অনুরূপ, তবে সাদা ও ফ্যাকাশে বা কখনো ঈষদ হলুদ আভাযুক্ত। সামনের ডানার সাব-কোস্টাল ডিসকাল ছোপগুলির সর্বনিম্ন ছোপটি অস্পষ্ট ও ছোট এবং উক্ত ছোপগুলিকে বেষ্টন করে একটি অস্পষ্ট ফ্যাকাশে সাদা আঁকাবাঁকা পোস্ট-ডিসকাল রেখা বিদ্যমান। সাব-টার্মিনাল রেখাটি খুব অস্পষ্ট।পিছনের ডানায় বেসাল-কোস্টাল (কোস্টার গোড়ার অংশের) চওড়া দাগটি ফ্যাকাশে সাদা। সেল-এর গোড়ার অংশ দাগহীন। ডিসকাল রেখাটি ফ্যাকাশে রুপালি বর্ণের তবে স্পষ্ট। পোস্ট-ডিসকাল বন্ধনী ফ্যাকাশে বাদামি বর্ণের ও উপরিতল অপেক্ষা বেশি চওড়া ।সাব-টার্মিনাল রেখাটি ফ্যাকাশে বর্ণের তবে স্পষ্ট ।পিছনের ডানার শিরাগুলি উপরিতল অপেক্ষা স্পষ্টতর ভাবে প্রতীয়মান।
শুঙ্গ কালো ও শীর্ষে কমলা-হলুদ। মাথা, বক্ষদেশ (thorax) ও উদর উপরিতলে কালচে বাদামি বা কালো এবং নিম্নতলে ফ্যাকাশে সাদা।[৪]
আচরণ
[সম্পাদনা]দুর্লভ দর্শন এই প্রজাতির উড়ান মোটামুটি মধ্যগতির , তবে প্রয়োজনে এরা গতিবৃদ্ধি করতে পারে। স্বভাব মোটের উপর অন্যান্য সেইলারদের মতো। এরা ডানা অনুভূমিক রেখে বাতাসে ভেসে ওড়ে (glide) ও মাঝেমাঝে ডানা ঝাপটায় ।পাতায় ডানা মেলা ও বন্ধ অবস্থায় বসে রসপান, রোদ পোহানো এবং ভিজে মাটিতে বা পাথরের ভিজে ছোপে বসেও খ্যাদরস আহরণ ও রোদ পোহানো এদের অভ্যাসের মধ্যে পড়ে। জঙ্গলের পথের ধরে নদী-ঝর্ণার কিনারা, নদীখাত এদের পছন্দের বাসস্থান। এই প্রজাতি ফুলে অবস্থান করে মধুপান করে। এরা কখনো কখনো এক জায়গায় অনেকক্ষন বসে থাকে ও ক্রমাগত ডানা খোলা-বন্ধ করতে থাকে। পাহাড়ি জঙ্গলে ৯৭০ থেকে ২৩০০ মি, উচ্চতা পর্যন্ত মার্চ থেকে ডিসেম্বর অবধি এই প্রজাতির বিচরণ চোখে পড়ে।[১][৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ A Pictorial Guide Butterflies of Gorumara National Park (2013 সংস্করণ)। Department of Forests Government of West Bengal। পৃষ্ঠা 228।
- ↑ ক খ গ Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। নতুন দিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা 378। আইএসবিএন 978 019569620 2।
- ↑ "Neptis ananta Moore, 1858 – Yellow Sailer"। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৯।
- ↑ Wynter-Blyth, M.A. (1957) Butterflies of the Indian Region, pg 194.
- ↑ Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃষ্ঠা 105।