হলস্টাইন কিল
পূর্ণ নাম | কিলার স্পোর্টভেরাইনিগুং হলস্টাইন ভন ১৯০০ ইভি | |||
---|---|---|---|---|
ডাকনাম | ডি স্টোর্কে | |||
প্রতিষ্ঠিত | ৭ অক্টোবর ১৯০০ | |||
মাঠ | হলস্টাইন স্টেডিয়াম | |||
ধারণক্ষমতা | ১৫,০৩৪[১] | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | ২. বুন্দেসলিগা | |||
২০২২–২৩ | ৮ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
কিলার স্পোর্টভেরাইনিগুং হলস্টাইন ভন ১৯০০ ইভি (জার্মান: Holstein Kiel; সংক্ষেপে হলস্টাইন কিল নামে পরিচিত) হচ্ছে কিল ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জার্মানির দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ২. বুন্দেসলিগায় প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯০০ সালের ৭ই অক্টোবর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ১৫,০৩৪ ধারণক্ষমতাবিশিষ্ট হলস্টাইন স্টেডিয়ামে ডি স্টোর্কে নামে পরিচিত ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[২] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জার্মান সাবেক ফুটবল খেলোয়াড় মার্সেল রাপ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন স্টেফেন শ্নেক্লথ।[৩] বর্তমানে জার্মান মধ্যমাঠের খেলোয়াড় ফিলিপ সান্ডার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪][৫]
ঘরোয়া ফুটবলে, হলস্টাইন কিল এপর্যন্ত ২৮টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে একটি বুন্দেসলিগা শিরোপা রয়েছে। হান্স-পিটার এলার্স, টিম শিডশ্লাগ, হেনিং হার্ট, আলফ্রেড বর্নেমান এবং গের্ড কোলের মতো খেলোয়াড়গণ হলস্টাইন কিলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://int.soccerway.com/teams/germany/kieler-sv-holstein-von-1900-ev/1019/venue/UK
- ↑ https://www.transfermarkt.com/holstein-kiel/stadion/verein/269
- ↑ https://www.transfermarkt.com/holstein-kiel/startseite/verein/269
- ↑ https://www.holstein-kiel.de/teams/kader/
- ↑ https://www.worldfootball.net/teams/holstein-kiel/2024/2/
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)