হলদিয়া ল কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হলদিয়া আইন মহাবিদ্যালয়
ধরনপাবলিক, ল কলেজ
স্থাপিত২০০২
অবস্থান, ,
অধিভুক্তিবিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটHaldia Law College
মানচিত্র

হলদিয়া ল কলেজ হল পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা বিষয়ে পাঠ দানকারী একটি কলেজ।এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত। [১] এই কলেজ বার কাউন্সিল অব ইন্ডিয়া দ্বারা অনুমোদিত হয়।

কোর্স[সম্পাদনা]

কলেজ পাঁচ বছরের সমন্বিত বি.এ. , তিন বছরের এলএল.বি (Hons।) কোর্স এবং দুই বছর এলএলএম (মাস্টার অফ আইন) কোর্স পড়ানো হয়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Affiliated College of Vidyasagar University"। ২৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৭