হরিনারায়ণ চট্টোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হরিনারায়ণ চট্টোপাধ্যায়

হরিনারায়ণ চট্টোপাধ্যায় (২৩ মার্চ, ১৯১৬ — ২০ জানুয়ারী, ১৯৮১) একজন বাঙালি সাহিত্যিক।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

হরিনারায়ণ ১৯১৬ সালে কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন। তারপর তাদের বার্মা বা মিয়ান্মারে চলে আসতে হয়। রেঙ্গুন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করে রেঙ্গুন আদালতে আইনজীবীর কাজ শুরু করেন তিনি। বার্মায় পঁচিশ বছর অতিবাহিত করার পরে ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কলকাতায় ফিরে আসেন তিনি।[১][২]

সাহিত্য[সম্পাদনা]

তাঁর লেখা প্রথম উপন্যাস রেঙ্গুনের পটভূমিকায় লেখা ইরাবতী [৩]১৯৪৮ সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। শিশুদের জন্য লেখা বইয়ের মধ্যে বিখ্যাত হল, ভয়ের মুখোশপাথরের চোখ[৪] তাঁর রচিত সাহিত্য থেকে বাংলায় অভিসারিকা, অশান্ত ঘূর্ণি, জি টি রোড আর হিন্দিতে মুঠঠি ভর চাউল সিনেমাগুলি তৈরি হয়েছে। শিশুদের জন্য লিখেছেন বহু ছোটোগল্প, রহস্য কাহিনী, ভূতের গল্প, রম্যরচনা এবং উপন্যাস। হরিনারায়ণ বেতার নাটকে অভিনয় করতেন। কৌতুক অভিনেতা ভানু বন্দোপাধ্যায়ের অসংখ্য জনপ্রিয় রম্য নাটক তার লেখা। ১৯৭২ সালে মতিলাল পুরস্কার এবং ১৯৭৬ সালে তারাশঙ্কর পুরস্কারে সম্মানিত হন হরিনারায়ণ। ১৯৪৯ সালের চলচ্চিত্র চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন -এ তিনি দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তর ভূমিকায় অভিনয় করেছিলেন।[৫] ২০ জানুয়ারী ১৯৮১, কলকাতায় মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায়।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "harinarayan-chattopadhyay"readbengalibooks.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৭ 
  2. Chatterjee, Hari Narayan (১৯৬৭)। Pūrbācala 
  3. Ghosha, Amarendra (১৯৬৩)। Jabānabandi। Śrīguru Lāibrerī। 
  4. Bāṃlā granthapañjī: kraẏalabhya Bāṃlā granthera bishaẏānuga tālikā। Rājya Kendrīẏa Granthāgāra, Śikshā-Adhikāra, Paścimabaṅga Sarakāra। ১৯৮০। 
  5. "Bhoy Samagra Harinarayan Chattopadhyay"Bookiecart (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. Sāhityika barshapañji। Puśtaka Bipaṇi। ১৯৮১।