হরগৌরী পাইস হোটেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হরগৌরী পাইস হোটেল
ধরননাটক
লেখকসৌরভ সেনগুপ্ত
চিত্রনাট্যরিতম ঘোষাল
গল্প লেখকনীলাঞ্জনা সেনগুপ্ত
পরিচালকটরঙ্গো সরকার
সৃজনশীল পরিচালকরাই সেনগুপ্ত
অভিনয়ে
আবহ সঙ্গীত রচয়িতাশোভন গঙ্গোপাধ্যায়
উদ্বোধনী সঙ্গীত"হরগৌরী পাইস হোটেল"
মূল দেশ ভারত
মূল ভাষাবাংলা
নির্মাণ
নির্বাহী প্রযোজকসৌরদীপ নাগ
প্রযোজক
নির্মাণের স্থানকলকাতা
চিত্রগ্রাহকসুকান্ত নাগ
সম্পাদক
  • নিরঞ্জন মণ্ডল
  • দীপক হাজরা
ব্যাপ্তিকাল২০–২২ মিনিট
নির্মাণ কোম্পানিযীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন
পরিবেশক
মুক্তি
মূল নেটওয়ার্কস্টার জলসা
ছবির ফরম্যাট
মূল মুক্তির তারিখ১২ সেপ্টেম্বর ২০২২ (2022-09-12) –
বর্তমান

হরগৌরী পাইস হোটেল হলো স্টার জলসা চ্যানেলে প্রচারিত একটি ভারতীয় বাংলা টেলিভিশন ধারাবাহিক। যার যাত্রা ১২ সেপ্টেম্বর ২০২২ সালে শুরু হয়। এটি বাংলা বিনোদন চ্যানেল স্টার জলসায় এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি+ হটস্টারে উপলব্ধ।[১][২] এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন রাহুল মজুমদার এবং শুভস্মিতা মুখোপাধ্যায়।[৩]

পটভূমি[সম্পাদনা]

গল্পের পটভূমি হলো একটি ধনী পরিবারের উচ্চ শিক্ষিত মেয়ে বিয়ের পর একটি মধ্যবিত্ত পরিবারে মানিয়ে নেয়।

অভিনয়ে[সম্পাদনা]

প্রধান চরিত্র[সম্পাদনা]

  • ঐশানি ঘোষ (বিবাহপূর্ব চট্টোপাধ্যায়)-এর চরিত্রে শুভস্মিতা মুখোপাধ্যায়- শঙ্করের স্ত্রী ও সোহিনীর বোন।
  • শঙ্কর ঘোষের চরিত্রে রাহুল মজুমদার - ঐশানীর স্বামী, মহেশ্বরী এবং কৌশিকের ছেলে।

অন্যান্য চরিত্র[সম্পাদনা]

ঘোষ পরিবার[সম্পাদনা]

  • মহেশ্বরী ঘোষের চরিত্রে মিঠু চক্রবর্তী - শঙ্করের মা, ঐশানীর শাশুড়ি।
  • সত্যকিঙ্কর ঘোষের চরিত্রে অনিন্দ্য সরকার - শঙ্করের বাবা, ঐশানীর শ্বশুর।
  • মিতালী ঘোষের চরিত্রে সুরভী মল্লিক - শঙ্করের জ্যেষ্ঠ শ্যালিকা, পিকুর মা।
  • পিকু ঘোষের চরিত্রে জিষ্ণু ভট্টাচার্য - মিতালীর ছেলে।
  • দিবাকরের চরিত্রে সৌম্যদীপ সিংহ রায় - শঙ্করের মামাতো ভাই, শিউলির স্বামী।
  • শিউলি চরিত্রে তানিয়া রায়- দিবাকরের স্ত্রী।
  • ভাস্কর ঘোষের চরিত্রে অরুণাভ দে - শঙ্করের ছোট ভাই।
  • বাণী ঘোষের চরিত্রে সৌমি ব্যানার্জি - শঙ্করের ছোট বোন।
  • মোহিনীর চরিত্রে শ্রেয়া চট্টোপাধ্যায় - ঘোষ পরিবারের চাকরানী।

চট্টোপাধ্যায় পরিবার[সম্পাদনা]

  • সোহিনী রায়ের (বিবাহপূর্ব চট্টোপাধ্যায়) চরিত্রে তানিয়া কর - তাপসের স্ত্রী, ঐশানী এবং দেবুর বোন।
  • তাপস রায়ের চরিত্রে মনোজ ওঝা - সোহিনীর স্বামী।
  • দেবযানী চট্টোপাধ্যায় ওরফে দেবু চরিত্রে পুনম বসাক - সোহিনী এবং ঐশানীর ছোট বোন।

অন্যান্য[সম্পাদনা]

  • বিলু চরিত্রে জয়ন্ত দাস - শঙ্করের বন্ধু।
  • মিতালির মা, তাপসের চাচাতো বোনের চরিত্রে সোমা বন্দ্যোপাধ্যায়।
  • শর্মিষ্ঠার চরিত্রে অলিভিয়া মালাকার - ঐশানীর বন্ধু, শঙ্করের প্রাক্তন বাগদত্তা।
  • মহেশ আগরওয়ালের চরিত্রে গৌতম মুখোপাধ্যায় - একজন নির্মাতা, তাপসের অংশীদার।
  • উশষি ঘোষের চরিত্রে রুশা চট্টোপাধ্যায় - একজন আইপিএস অফিসার।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'Horo Gouri Pice Hotel' to premiere soon; Jisshu U Sengupta says, "During the initial days of our marriage, we used to order food from a similar hotel" - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৮ 
  2. "A sneak peek into the plot of Horo Gouri Pice Hotel"www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৮ 
  3. "'Horo Gouri Pice Hotel' to premiere soon; Jisshu U Sengupta says, "During the initial days of our marriage, we used to order food from a similar hotel" - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]