বিষয়বস্তুতে চলুন

স্রপ্সকা প্রজাতন্ত্র ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্রপ্সকা প্রজাতন্ত্র ফুটবল অ্যাসোসিয়েশন
এফএবিআইএইচ
প্রতিষ্ঠিত৫ সেপ্টেম্বর ১৯৯২; ৩২ বছর আগে (1992-09-05)
সদর দপ্তরবানিয়া লুকা, বসনিয়া ও হার্জেগোভিনা
ফিফা অধিভুক্তিনেই
এফএবিআইএইচ অধিভুক্তি২০০২
সভাপতিবসনিয়া ও হার্জেগোভিনা ভিকো জেলিয়েকোভিচ
ওয়েবসাইটwww.fsrs.org

স্রপ্সকা প্রজাতন্ত্র ফুটবল অ্যাসোসিয়েশন (সার্বীয়: Фудбалски савез Републике Српске, ইংরেজি: Football Association of Republika Srpska; এছাড়াও সংক্ষেপে এফএআরএস নামে পরিচিত) হচ্ছে বসনিয়া ও হার্জেগোভিনার অঞ্চল স্রপ্সকা প্রজাতন্ত্রের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১০ বছর পর ২০০২ সালে সংস্থাটি এফএবিআইএইচের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর বসনিয়া ও হার্জেগোভিনাের বানিয়া লুকায় অবস্থিত।

এই সংস্থাটি পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে স্রপ্সকা প্রজাতন্ত্র কাপ, স্রপ্সকা প্রজাতন্ত্র প্রথম লীগ এবং স্রপ্সকা প্রজাতন্ত্র প্রিমিয়ার লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে স্রপ্সকা প্রজাতন্ত্র ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ভিকো জেলিয়েকোভিচ[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Vico Zeljković novi predsjednik FSRS!"mondo.ba (Bosnian ভাষায়)। ২৪ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]