স্যালি কার্কল্যান্ড (সম্পাদক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্যালি কার্কল্যান্ড
ইংরেজি: Sally Kirkland
জন্ম
সারা ফিনি

(১৯১২-০৭-০১)১ জুলাই ১৯১২
মৃত্যু১ মে ১৯৮৯(1989-05-01) (বয়স ৭৬)
নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাসম্পাদক
দাম্পত্য সঙ্গীফ্রেডরিক ম্যাকমাইকেল কার্কল্যান্ড
সন্তানস্যালি কার্কল্যান্ড

স্যালি কার্কল্যান্ড (ইংরেজি: Sally Kirkland; জন্ম: ১ জুলাই ১৯১২ - ১ মে ১৯৮৯) লাইফভোগ পত্রিকার ফ্যাশন সম্পাদক। তিনি ১৯৪৭ থেকে ১৯৬৯ সালে লাইফ সাময়িকীর একমাত্র ফ্যাশন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।[১] তার কন্যা স্যালি কার্কল্যান্ড একজন মডেল ও অভিনেত্রী। ইতালীয় পোশাক নিয়ে তার প্রতিবেদনের জন্য ইতালি সরকার ১৯৫৪ সালে তাকে "অর্ডার অব দ্য স্টার অব ইতালিয়ান সোলিডারিটি-তে ভূষিত করে।[২]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

কার্কল্যান্ড ১৯১২ সালের ১লা জুলাই ওকলাহোমা অঙ্গরাজ্যের ছোট শহর এল রেনোতে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম ছিল সারা ফিনি। তার পিতা কর্নেল রবার্ট ট্রুম্যান ফিনি এবং মাতা রুথ ইডা "মিনি" নেইল। রবার্ট ফিনি জুনিয়র নামে তার এক ভাই ছিল। তিনি ব্রেইনিফ ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ১৯২০ ও ১৯৩০-এর দশকে স্যালি তার পিতামাতার সাথে ওয়াশিংটন ডি.সি.-তে বসবাস করতেন। তিনি ১৯৩৪ সালে ভাসার কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।[৩]

স্যালি ১৯৩৮ সালে নিউ ইয়র্ক সিটিতে ফ্রেডরিক ম্যাকমাইকেল কার্কল্যান্ডকে বিয়ে করেন। ফ্রেডরিক ফিলাডেলফিয়ার ধনাঢ্য পরিবারের সন্তান। তাদের একমাত্র সন্তান স্যালি কার্কল্যান্ড একজন অভিনেত্রী। স্যালির নামানুসারেই তার নামকরণ করা হয়।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

১৯৩৪ সালে ভাসার কলেজ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি লর্ড অ্যান্ড টেইলরের কলেজের দোকানে কাজ করতেন। এটি তখন সেরা নৈমিত্তিক মার্কিন পোশাকের সদরদপ্তর ছিল।[১]

ভোগ[সম্পাদনা]

পাঁচ বছর লর্ড অ্যান্ড টেইলরে কাজ করার পর ১৯৩৯ সালে তিনি ভোগ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে যোগদান করেন। ১৯৪৬ সালে তিনি এই পত্রিকার ফ্যাশন সম্পাদক ছিলেন।[১]

লাইফ[সম্পাদনা]

কার্কল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লাইফ পত্রিকায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিবেদক হিসেবে কাজ করেন।[২] এরপর তিনি ১৯৪৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত এই পত্রিকার ফ্যাশন সম্পাদক ছিলেন। কার্কল্যান্ড আন্তর্জাতিক ফ্যাশন জগতে সাপ্তাহিক পত্রিকার প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি এক বা দুই পাতা জুড়ে একাধিক মডেলের ছবি প্রকাশ করা প্রথম ফ্যাশন সম্পাদক। তার এই অভিনব শৈলী ব্যাপকহারে নকল করা হয়।[১]

লাইফ পত্রিকা ছাড়ার পর তিনি ডিজাইনার ক্লেয়ার ম্যাকার্ডেলকে নিয়ে একটি বই লিখেন এবং মাসিক বাণিজ্য সাময়িকী র‍্যাম রিপোর্টে নিবন্ধ লিখতেন।[২]

পুরস্কার ও স্বীকৃতি[সম্পাদনা]

ইতালীয় পোশাক নিয়ে তার প্রতিবেদনের জন্য ইতালি সরকার ১৯৫৪ সালে তাকে "অর্ডার অব দ্য স্টার অব ইতালিয়ান সোলিডারিটি-তে ভূষিত করে।[২]

এছাড়া ১৯৫৫ সালে ফ্যাশনে অবদানের জন্য অভিনেত্রী গ্রেস কেলি ও ডিজাইনার ভেরা ম্যাক্সওয়েলের সাথে তিনি নাইমান-মার্কাস পুরস্কার অর্জন করেন।[১]

মৃত্যু[সম্পাদনা]

কার্কল্যান্ড ১৯৮৯ সালের ১লা মে ৭৭ বছর বয়সে নিউ ইয়র্ক সিটির সেন্ট ভিনসেন্ট্‌স হাসপাতালে মৃত্যুবরণ করেন।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মরিস, বার্নাডাইন (৩ মে ১৯৮৯)। "Sally Kirkland, 77, Editor at Life; Brought Readers European Styles"দ্য নিউ ইয়র্ক টাইমস। দ্য নিউ ইয়র্ক টাইমস কোম্পানি। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩ 
  2. "Sally Kirkland, 77; Influenced Fashion as Life Magazine Editor"লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। ৫ মে ১৯৮৯। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩ 
  3. "Biodata of Sally Kirkland (editor)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩