বিষয়বস্তুতে চলুন

স্যার জন লোথার, সুইলিংটনের ২য় ব্যারোনেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্যার জন হেনরি লোথার, ২য় ব্যারোনেট (২৩ মার্চ ১৭৯৩ - ২৩ জুন ১৮৬৮) ব্রিটিশ পার্লামেন্টে একজন টোরি এমপি ছিলেন। তিনি ছিলেন স্যার জন লোথারের জ্যেষ্ঠ পুত্র, ১ম ব্যারোনেট, যাকে তিনি ১১ মে ১৮৪৪-এ স্থলাভিষিক্ত হন।

তিনি ১৮১৬-১৮২৬ সালে ককারমাউথ, ১৮২৬-১৮৩১ সালে উইগটাউন বার্গস, ১৮৩১-১৮৩২ সালে আবার ককারমাউথ এবং ১৮৩৫-১৮৪৭ সালে ইয়র্কের প্রতিনিধিত্ব করেন।[] এরপর তিনি ১৮৫২-৫৩ সাল পর্যন্ত ইয়র্কশায়ারের হাই শেরিফ হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি অবিবাহিত অবস্থায় মারা যান এবং তার ভাই চার্লস হিউ লোথার তার স্থলাভিষিক্ত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Lowther, John Henry (1793–1868) of Swillington"। History of Parliament। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২১