বিষয়বস্তুতে চলুন

স্যার জন লোথার, সুইলিংটনের ১ম ব্যারোনেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্যার জন লোথার, সুইলিংটন, ইয়র্কশায়ারের প্রথম ব্যারোনেট (১ এপ্রিল ১৭৫৯ - ১৯ মার্চ ১৮৪৪) ছিলেন একজন ইংরেজ জমির মালিক এবং সংসদ সদস্য।

তিনি ছিলেন স্যার উইলিয়াম লোথার, ১ম ব্যারোনেটের দ্বিতীয় পুত্র এবং কেমব্রিজের ওয়েস্টমিনস্টার স্কুল এবং ট্রিনিটি কলেজে শিক্ষিত।[]

তিনি ১৮৪৪ সালে মারা যান এবং তার বড় ছেলে জন হেনরি লোথার তার স্থলাভিষিক্ত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "LOWTHER, John (1759–1844), of Swillington, Yorks."। History of Parliament Online। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৬