স্বপ্ন যাবে বাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্বপ্ন যাবে বাড়ি
খরিদ্দারগ্রামীণফোন
পণ্যটেলিযোগাযোগ
এজেন্সিগ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ
পরিচালনাশাহরিয়ার পলক
উৎপাদন কোম্পানিপ্রেক্ষাগৃহ
সঙ্গীতহাবিব ওয়াহিদ
মুক্তির তারিখ৩১ আগস্ট, ২০১৬
চলমান সময়৩:০০
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

স্বপ্ন যাবে বাড়ি হলো গ্রামীণফোনের প্রচারিত একটি টেলিভিশন বিজ্ঞাপন।[১] ঈদ উপলক্ষে ঢাকায় বসবাসকারীদের গ্রামে ফেরা ও তাদের ঘরের প্রতি আবেগের বহিঃপ্রকাশ দেখানো হয়েছে এই বিজ্ঞাপনটিতে।[২] একই শিরোনামে দুটি বিজ্ঞাপন তৈরি করা হয়। দুটি বিজ্ঞাপনের গানের কথা লিখেন রাসেল মাহমুদ ও সুর করেন হাবিব ওয়াহিদ। প্রথম বিজ্ঞাপনটির পরিচালক রম্য খান ও গায়ক ছিলেন মিলন মাহমুদ।[৩] পরের বিজ্ঞাপনটির গানের কণ্ঠ দেন মিঠুন চক্র।[৪][৫] ২০১৭ সালে জি বাংলার জয়ী নামক ধারাবাহিক নাটকের ট্রেলারের গানের সুর স্বপ্ন যাবে বাড়ির দ্বিতীয় বিজ্ঞাপনের গানের সুর থেকে নকল করার অভিযোগ উঠে।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Richer Storytelling: A Take On Grameenphone's Advertising Approach"মার্কেডিয়াম (ইংরেজি ভাষায়)। 
  2. মাহবুবুর রহমান মুন্না (১০ সেপ্টেম্বর ২০১৬)। "স্বপ্ন যাবে বাড়ি আমার, কিন্তু আমার যাওয়া হবে না"বাংলা নিউজ ২৪ 
  3. "স্বপ্ন যাবে বাড়ি ২"কালের কণ্ঠ। ৯ সেপ্টেম্বর ২০১৬। 
  4. "দীপাবলি উপলক্ষে অবন্তী সিঁথির গান"সময় সংবাদ। ৩ নভেম্বর ২০২১। 
  5. সাদি মোহাম্মদ শাহনেওয়াজ (৪ জুন ২০১৮)। ""The voice is just another instrument" – Mithun Chakra"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। 
  6. নাদিয়া মাহমুদ (৩০ সেপ্টেম্বর ২০১৭)। "জি বাংলার সিরিয়ালে বাংলাদেশি জিঙ্গেলের সুর নকল!"প্রথম আলো