স্বতন্ত্র নেপালি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্বতন্ত্র নেপালি
প্রকাশকঠাকুর চন্দন সিং
প্রতিষ্ঠাকাল২১ আগস্ট ১৯৫৪ (1954-08-21)
ভাষানেপালি ভাষা
প্রকাশনা স্থগিত৩০ আগস্ট ১৯৫৫ (1955-08-30)
সদর দপ্তরদেরা দুন

স্বাধীন নেপালি (নেপালি: स्वतंत्र नेपाली, 'ফ্রি নেপালি') ছিল ভারতের দেরাদুন থেকে প্রকাশিত একটি নেপালি ভাষার সাপ্তাহিক সংবাদপত্র। [১] পত্রিকাটি নেপালের রাজনৈতিক বিষয়গুলি কভার করে এবং দেশে রানা শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। স্বতন্ত্র নেপালি পত্রিকার প্রথম সংখ্যা ২১ আগস্ট, ১৯৫৪ সালে প্রকাশিত হয়েছিল। পত্রিকাটি ঠাকুর চন্দন সিং দ্বারা প্রকাশিত হয়েছিল (যিনি অতীতে বিভিন্ন পত্রিকা চালাত, কিন্তু ১৯৩৩ সালে প্রকাশনা ছেড়ে দিয়েছিলেন)। ঠাকুর প্রতাপ সিং, বিকানের রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্র ও উন্নয়ন মন্ত্রী এবং বিকানের রাজপরিবারের সদস্য, পত্রিকাটির অর্থায়নে অবদান রেখেছিলেন। [২]

স্বতন্ত্র নেপালি পত্রিকার প্রতিটি সংখ্যা ৮-১২ পৃষ্ঠার হত এবং এক আনা দামে বিক্রি হত। [২] যুগবাণী প্রেসে ছাপা হত। [১]

স্বতন্ত্র নেপালি পত্রিকার শেষ সংখ্যাটি ১৯৫৫ সালের ৩০ আগস্ট প্রকাশিত হয়েছিল। অর্থের অভাবে প্রকাশনা বন্ধ হয়ে যায়। সব মিলিয়ে পত্রিকাটির ৪৬টি সংখ্যা ছাপা হয়েছিল। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. India. Press in India. New Delhi: Office of the Registrar of Newspapers, 1957. pp. 327, 504
  2. Lama, Mahendra P. Thakur Chandan Singh. New Delhi [u.a.]: Sahitya Akad, 1997. pp. 17-19