স্পোর্টিং ক্লাব ফারেন্সে
অবয়ব
পূর্ণ নাম | স্পোর্টিং ক্লাব ফারেন্সে | |||
---|---|---|---|---|
ডাকনাম | লেওয়েস দে ফারো (ফারোর সিংহ) | |||
প্রতিষ্ঠিত | ১ এপ্রিল ১৯১০ | |||
মাঠ | এস্তাদিও দে সাও লুইস[১] | |||
ধারণক্ষমতা | ১২,০০০ | |||
সভাপতি | জোয়াও রদ্রিগেস | |||
ম্যানেজার | সের্গিও ভিয়েইরা | |||
লিগ | প্রিমেইরা লিগা | |||
২০১৯–২০ | ২য় (উত্তীর্ণ) | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
স্পোর্টিং ক্লাব ফারেন্সে (ইংরেজি: S.C. Farense; এছাড়াও এসসি ফারেন্সে অথবা শুধুমাত্র ফারেন্সে নামে পরিচিত) হচ্ছে ফারো ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমেইরা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯১০ সালের ১লা এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ফারেন্সে তাদের সকল হোম ম্যাচ ফারোর এস্তাদিও দে সাও লুইসে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১২,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সের্গিও ভিয়েইরা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জোয়াও রদ্রিগেস। ব্রাজিলীয় রক্ষণভাগের খেলোয়াড় কাসিও শাইদ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, ফারেন্সে এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি সেগুন্দা দিভিসাও, ১টি তেরসেইরা দিভিসাও শিরোপা রয়েছে।
অর্জন
[সম্পাদনা]- সেহুন্দা দিভিসাও: ১৯৩৯–৪০, ১৯৮২–৮৩
- তেরসেইরা দিভিসাও: ২০১১–১২
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
- ↑ "ক্লাবের তথ্য"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে স্পোর্টিং ক্লাব ফারেন্সে সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- দাপ্তরিক ওয়েবসাইট (পর্তুগিজ)