বিষয়বস্তুতে চলুন

স্পিডি গঞ্জালেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্পিডি গঞ্জালেস ওয়ার্নার ব্রাদার্সের কার্টুন চরিত্র। এটি একটি ইঁদুর, মেক্সিকোর সবচেয়ে দ্রুততম ইঁদুর হিসেবে নিজের পরিচয় দেয়। ১৯৫৩ সালে প্রথম আবির্ভাব, কন্ঠ: মেল ব্ল্যাংক, প্রথম কার্টুন ক্যাট-টেইলস ফর ২। ১৯৫৫ সালে একাডেমি এওয়ার্ড অর্জন করে। এর প্রধান প্রতিপক্ষ সিলভেস্টার, এছাড়া লুনি টিউন্সের অন্য চরিত্রও আসে। স্লোপোক রোদ্রিগেস নামে সবচেয়ে ধীরগতির অন্য একটি ইঁদুর এর বন্ধু।