স্পর্শ শ্রীবাস্তব
অবয়ব
স্পর্শ শ্রীবাস্তব | |
---|---|
জন্ম | আগ্রা, উত্তর প্রদেশ, ভারত | ৪ জুলাই ১৯৯৯
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০১০–বর্তমান |
পরিচিতির কারণ | বালিকা বধূ জামতারা – সবকা নাম্বার আয়েগা লাপাতা লেডিস |
স্পর্শ শ্রীবাস্তব (জন্ম ৪ জুলাই ১৯৯৯) একজন ভারতীয় অভিনেতা। তার প্রথম দিকের একটি চরিত্র ছিল ধারাবাহিক বালিকা বধূ তে।[১] এরপর তিনি বিভিন্ন চলচ্চিত্র এবং টিভি সিরিজে অভিনয় করেন, যার মধ্যে কোলার বোম্ব (২০২১) উল্লেখযোগ্য। তিনি ২০২৪ সালের বলিউড সিনেমা লাপাতা লেডিস-এ দীপক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।[২]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]তিনি ১৯৯৯ সালের ৪ জুলাই উত্তর প্রদেশের আগ্রা শহরে জন্মগ্রহণ করেন।[১][৩] শ্রীবাস্তব তার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন নৃত্যশিল্পী হিসেবে।[৪]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | শিরোনাম | চরিত্র | মন্তব্য | তথ্যসূত্র |
---|---|---|---|---|
২০২০ | নাটখাট | সোনুর চাচা | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | [৫] |
২০২১ | কোলার বোম্ব | শোয়েব আলি | [৬] | |
২০২৪ | লাপাতা লেডিস | দীপক কুমার | [৭][৮] | |
এ ওয়াচান মেরে ওয়াচান | ফাহাদ | [৯] |
টেলিভিশন
[সম্পাদনা]বছর | শিরোনাম | চরিত্র | মন্তব্য | তথ্যসূত্র |
---|---|---|---|---|
২০১০ | চাক ধুম ধুম | প্রতিযোগী | বিজয়ী | [১০][১১] |
২০১২ | ফিয়ার ফাইলস | তারুণ | সিজন ১; এপিসোড ৩৪ | [৬] |
২০১৩ | শেক ইট আপ | নীলাদ্রি "নীল" ওয়ালিয়া | [৬] | |
২০১৫–২০১৬ | বালিকা বধূ | কিশোর কুন্দন সিং | [৬] | |
২০১৭ | শের-ই-পাঞ্জাব: মহারাজা রণজিৎ সিং | রাজকুমার গোলাব সিং | [১২] | |
২০১৮ | পৃথ্বী বল্লভ - ইতিহাসও, রহস্যও | অজানা | [৬] | |
অপরহণ | নামহীন | [১২] | ||
২০১৯ | ব্ল্যাক কফি | অর্জুন | [৬] | |
২০২০–২০২২ | জামতারা – সবকা নাম্বার আয়েগা | সানি মণ্ডল | [১৩][১৪][১৫] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "ধোলপুরের ছেলে বালিকা বধূতে প্রবেশ করল"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ২০১৫-০৬-০৩। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১১।
- ↑ "লাপাতা লেডিসের গান সজনি: অরিজিৎ সিংয়ের কণ্ঠ ও রাম সম্পতের সুরে মুগ্ধ ইন্টারনেট"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ২০২৪-০২-১২। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৭।
- ↑ "আগ্রা সংবাদ: টিভি অভিনেতা স্পর্শের মায়ের অভিযোগ, স্বামী ও ছেলে-বউয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ"। দৈনিক জাগরণ (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১১।
- ↑ "লাপাতা লেডিস অভিনেতা স্পর্শ শ্রীবাস্তব কে? ১১ বছর বয়সে ক্যারিয়ার শুরু, আমির খানের কল প্রত্যাখ্যান করেছিলেন"। BollywoodShaadis (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৫-০১। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৯।
- ↑ "নটখট: বিদ্যা বালানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি অনুপ্রেরণাদায়ক"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-০২। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৭।
- ↑ ক খ গ ঘ ঙ চ "আমার পরিচিত হতে এক দশকেরও বেশি সময় লেগেছে: স্পর্শ শ্রীবাস্তব"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-২৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৭।
- ↑ FC, Team (২০২৪-০৪-২৯)। "লাপাতা লেডিস অভিনেতা স্পর্শ শ্রীবাস্তবের অভিনয়ে আমির খান বিস্মিত"। www.filmcompanion.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৭।
- ↑ "কিরণ রাও এবং আমির খানের লাপাতা লেডিসের কাস্টের সাথে পরিচিত হন: প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, নিতাংশি গোয়েল"। Firstpost (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৩-১২। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৭।
- ↑ "'এ ওয়াতান মেরে ওয়াতান' চলচ্চিত্র পর্যালোচনা"। The Hindu (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৩-২১। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৭।
- ↑ "স্পর্শ শ্রীবাস্তব চাক ধুম ধুম জয় করলেন"। NDTV.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৭।
- ↑ "স্পর্শ শ্রীবাস্তব 'চাক ধুম ধুম' জয় করলেন"। Zee News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৭।
- ↑ ক খ "স্পর্শ শ্রীবাস্তব কে?"। in.mashable.com (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৫-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৭।
- ↑ "জানেন কি জামতারা ২-এর স্পর্শ শ্রীবাস্তব পরিচালককে অ্যানেস্থেসিয়া দিতে বলেছিলেন? এর কারণ কী | এক্সক্লুসিভ"। India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৭।
- ↑ "আমির খান 'জামতারা' দেখার পর স্পর্শ শ্রীবাস্তবকে কল করেছিলেন, অভিনেতা বিস্তারিত জানালেন! | লাপাতা লেডিস | ইটাইমস - টাইমস অফ ইন্ডিয়া ভিডিও"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৭।
- ↑ "স্পর্শ শ্রীবাস্তব বললেন সালমান খান জামতারা দেখেছেন, আমির খান প্রশংসা করার জন্য মেসেজ করেছিলেন কিন্তু তিনি বিশ্বাস করেননি | এক্সক্লুসিভ"। News18 (ইংরেজি ভাষায়)। ২০২২-০৯-২২। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে স্পর্শ শ্রীবাস্তব সংক্রান্ত মিডিয়া রয়েছে।