স্পন্দন চতুর্বেদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্পন্দন চতুর্বেদী
২০১৫ সালে স্পন্দন চতুর্বেদী
জন্ম (2007-08-25) ২৫ আগস্ট ২০০৭ (বয়স ১৬)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১২-বর্তমান

স্পন্দন চতুর্বেদী (জন্ম: ২৫শে আগস্ট ২০০৭) হলেন একজন ভারতীয় টেলিভিশন শিশু অভিনেত্রী। স্পন্দন ২০১২ সালে স্টার প্লাসে প্রচারিত টেলিভিশন ধারাবাহিক এক বীর কি আরদাস... বীরা-এ অভিনয় করার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। অতঃপর তিনি বেশ কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। পরবর্তীতে তাঁকে কালার্স টিভিতে প্রচারিত সংস্কার - ধারোহর আপনো কি-এ অভিনয় করেছিলেন। এরপরে তিনি দ্য স্যুট লাইফ অফ করণ অ্যান্ড কবির-এর একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে, স্পন্দন কালার্স টিভি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক মধুবালা - এক ইশক এক জুনুন-এ তরুণ মধুবালার চরিত্রে অভিনয় করেছিলেন। তবে ২০১৪ সালের আগস্ট মাস থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি উড়ান-এ 'চকোর' চরিত্রে অভিনয় করেছিলেন, যার জন্য তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন এবং সেরা শিশু অভিনেত্রীর জন্য জি গোল্ড পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার জয়লাভ করেছিলেন।

পেশা[সম্পাদনা]

স্পন্দন চতুর্বেদী ২০০৭ সালের ২৫শে আগস্ট তারিখে ভারতের মহারাষ্ট্রের মুম্বইয়ের উল্লাসনগরে জন্মগ্রহণ করেন।[১] তার বাবার নাম সুনীল চতুর্বেদী।[২] ২০১৫ সালে তিনি তার প্রথম শ্রেণীর পড়াশোনা শেষ করেছেন।[৩] স্পন্দন স্পর্শ খানচন্দনীর খালাতো বোন, তিনিও একজন অভিনেত্রী।[৪]

স্পন্দন ২০১২ সালে যশ এ. পটনায়েকের টেলিভিশন ধারাবাহিক এক বীর কি আরদাস... বীরা-এ অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন, এই ধারাবাহিকের প্রথম কয়েকটি পর্বে তিনি অভিনয় করেছিলেন। এই ধারাবাহিকে তিনি তরুণ গঞ্জনের চরিত্রে অভিনয় করেছিলেন। তারপরে স্পন্দন বেশ কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয় করেছেন।[৩] পরে তিনি কালার্স টিভির অনুষ্ঠান সংস্কার - ধারোহর আপনো কি-এ অভিনয় করেছিলেন, যেখানে তিনি আরভি দিলীপ বৈষ্ণব চরিত্রে অভিনয় করেছিলেন।[৫][৬] স্পন্দন ডিজনি চ্যানেলের কমেডি ধারাবাহিক দ্য স্যুট লাইফ অফ করণ অ্যান্ড কবির-এ একটি বিশেষ চরিত্রে হয়েছিলেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে, স্পন্দন রবীন্দ্র গৌতমের টেলিভিশন ধারাবাহিক মধুবালা - এক ইশক এক জুনুন-এ কেন্দ্রীয় চরিত্রের ছোটকালের চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে বয়স্ক মধুবালার চরিত্রে অভিনয় করেছিলেন দ্রষ্টি ধামি[৭]

২০১৪ সালের আগস্ট মাসে, স্পন্দন চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট কর্তৃক পরিচালিত টেলিভিশন ধারাবাহিক উড়ান-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন,[৫][৮][৯] যেখানে তিনি জন্মগতভাবে একজন দাসী চকোরের চরিত্রে অভিনয় করেছেন, যিনি তার জীবনের প্রায় প্রতিটি পদক্ষেপে বাধার সম্মুখীন হয়েছেন। এই পুরো ধারাবাহিক জুড়ে তিনি কমল নারায়ণের হাতে (সাঁই বিলাল দ্বারা অভিনীত), তার বাবা-মা কস্তুরি (সাঁই দেবদার দ্বারা অভিনীত) এবং ভুবন (রাজীব কুমার দ্বারা অভিনীত)-কে বন্ধক রেখে দাসত্বের জাল থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করেছিলেন।[১০][১১] তিনি এই ধারাবাহিকে অভিনয়ের জন্য খ্যাতি এবং সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন[১২][১৩] এবং সেরা শিশু অভিনেতার জন্য জি গোল্ড পুরস্কার লাভ করেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "EXCLUSIVE! Food Food: Udaan fame Spandan Chaturvedi (Chakor) turns chef; check photos"Daily Bhaskar। ২৬ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৫ 
  2. "spandan chaturvedi play lead role udaan show lucknow news"Daily Bhaskar। ২১ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৫ 
  3. "Children's Day special: Child actors Spandan Chaturvedi, Sadhil Kapoor on being stars in their own right"DNAIndia। ১৪ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৫ 
  4. "Here are some unseen pictures of Chakor aka Spandan Chaturvedi"Daily Bhaskar। ২৮ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৫ 
  5. "Mahesh Bhatt's unreleased film 'Udaan' becomes a TV show"DNAIndia। ১২ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৫ 
  6. "PHOTOS: Children's Day Special: Shweta Basu Prasad, Macaulay Culkin, Avika Gor the most loved child actors"The Indian Express। ১৪ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৫ 
  7. Neha Maheshwri (১৯ জুলাই ২০১৪)। "Young Madhubala to play Sai Deodhar's daughter in TV show"The Times of India। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৫ 
  8. "In Pics: Girls bonding on 'Udaan' set"Daily Bhaskar। ১৬ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৫ 
  9. "Udaan: Little Chakor becomes bonded labour"India TV। ২৩ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৫ 
  10. "Dare to dream"The Indian Express। ২২ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৫ 
  11. "Mini superstars of small screens"Deccan Chronicle। ১২ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৫ 
  12. Tribune News Service (২৭ মে ২০১৫)। "Chakor's acting tips!"The Tribune (Chandigarh)। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৫ 
  13. "The Tribune, Chandigarh, India - The Tribune Lifestyle"The Tribune (Chandigarh)। ২২ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৫