বিষয়বস্তুতে চলুন

স্টার ওয়ার্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্টার ওয়ার্স
চলচ্চিত্র ও টেলিভিশন
টেলিভিশন চলচ্চিত্রList of TV films

স্টার ওয়ার্স (ইংরেজি: Star Wars) হলো আমেরিকার একটি এপিক মহাকাশ যাত্রার ওপর নির্মিত ফিল্ম ফ্র্যাঞ্চাইজি, যার নির্মাতা জর্জ লুকাস। এটির প্রেক্ষাপট দীর্ঘ সময় আগে দূর দূরান্তের একটি ছায়াপথে বসবাসকারী বিভিন্ন চরিত্রের ওপর কেন্দ্র করে নির্মিত।

স্টার ওয়ার্স সিরিজের প্রথম মুভি স্টার ওয়ার্স IV (A New Hope) মুক্তি পায় ২৫ মে, ১৯৭৭ সালে। মুক্তি দেয় টুয়েন্টিন্থ সেঞ্চুরি ফক্স স্টুডিও। মুক্তির সাথে সাথেই এটি জনপ্রিয়তার তুঙ্গে ওঠে এবং বিশ্বজুড়ে জনসংস্কৃতির অংশ হয়ে উঠে এবং বিভিন্ন জনপ্রিয় গণমাধ্যম, সমাজে বহুল প্রচলিত ভাষা ও লোকাচারে আধিপত্য বিস্তার করে। এরূপ সাফল্যের পথ ধরেই স্টার ওয়ার্স V (The Empire Strikes Back) (১৯৮০) এবং স্টার ওয়ার্স VI (Return of the Jedi) (১৯৮৩) নামের আরও দুটি সিক্যুয়েল মুক্তি পায় যা পূর্বের মতো সাফল্যের ধারা বজায় রাখে। স্টার ওয়ার্স IV , V এবং VI  - এই তিনটি ফিল্ম হচ্ছে মূল স্টার ওয়ার্স ট্রিলজি। এর পর আসে স্টার ওয়ার্স প্রিক্যুয়েল ট্রিলজি। ১৯৯৯ সাল থেকে ২০০৫ এই সময়কাল এ স্টার ওয়ার্স I (The Phantom Menace) (১৯৯৯), স্টার ওয়ার্স II (Attack of the Clones) (২০০২), এবং স্টার ওয়ার্স III (Revenge of the Sith) (2005) ছবি তিনটি মুক্তি পায়।

এরপর লুকাসফিল্ম ডিজনির অধিনে যাওয়ার পর স্টার ওয়ার্স ঃরিভেঞ্জ অফ দ্যা সিথ এর পরবর্তী সময়ের ঘটনাকে কেন্দ্র করে নিচের ফিল্মগুলো রিলিজ হয়

স্টার ওয়ার্স এপিসোড ৭ঃদ্যা ফোর্স এয়োকেন্স
স্টার ওয়ার্স এপিসোড ৮ঃদ্যা লাস্ট জেডাই
স্টার ওয়ার্স এপিসোড ৯ঃদ্যা রাইজ অফ স্কাইওয়াকার

স্টার ওয়ার্স অরিজিনাল ট্রিলজি ,স্টার ওয়ার্স প্রিক্যুয়েল ট্রিলজি এবং স্টার ওয়ার্স (ক্যানন) ট্রিওলজি এর মোট ৯ ফিল্ম এর সবক’টি অস্কার পুরস্কারের জন্য বিভিন্ন বিভাগে মনোনিত হয় এবং বিভিন্ন বিভাগ জয়ীও হয়। অস্কারের সব থেকে সফল মুভি ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে স্টার ওয়ার্স একটি

স্টার ওয়ার্স ফিল্ম সমূহ

[সম্পাদনা]
ক্রমিক ফিল্মের নাম প্রকাশের বছর
স্টার ওয়ার্স এপিসোড ৪ঃ এ নিউ হোপ ১৯৭৭
স্টার ওয়ার্স এপিসোড ৫ঃ দ্যা এম্পায়ার স্ট্রাইক্স ব্যাক ১৯৮০
স্টার ওয়ার্স এপিসোড ৬ঃ রিটার্ন অফ দ্যা জেডাই ১৯৮৩
স্টার ওয়ার্স এপিসোড ১ঃ দ্যা ফ্যন্টম ম্যানেস ১৯৯৯
স্টার ওয়ার্স এপিসোড ২ঃ এটাক অফ দ্যা ক্লোন্স ২০০২
স্টার ওয়ার্স এপিসোড ৩ঃ রিভেঞ্জ অফ দ্যা সিথ ২০০৫
স্টার ওয়ার্স এপিসোড ৭ঃ দ্যা ফোর্স এয়োকেন্স ২০১৫
স্টার ওয়ার্স এপিসোড ৮ঃ দ্যা লাস্ট জেডাই ২০১৮
স্টার ওয়ার্স এপিসোড ৯ঃ দ্যা রাইস অফ স্কাইওয়াকার ২০১৯

স্টার ওয়ার্স ফিল্ম সিরিজের প্রথম ৩ টি ফিল্ম এর প্রি-কুয়েল হিসেবে ২য় ৩ টি ফিল্ম রিলিজ হয়। এর পর শেষের ৩ টি ফিল্ম অরিজিনাল ট্রায়োলজির সিকুয়েল []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Films"StarWars.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-২৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

https://www.starwars.com/films