স্টার উৎসব মুভিজ
অবয়ব
স্টার উৎসব মুভিজ | |
---|---|
উদ্বোধন | ২৮ মে, ২০১৬ |
নেটওয়ার্ক | স্টার ইন্ডিয়া |
মালিকানা | স্টার ইন্ডিয়া |
স্লোগান | Har Din Utsav (রোমানিকৃত হিন্দিতে) প্রতিদিন উৎসব (বাংলায়) |
দেশ | ভারত |
প্রচারের স্থান | বিশ্বব্যাপী |
প্রধান কার্যালয় | নয়ডা, ভারত |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | স্টার প্লাস, স্টার গোল্ড, স্টার মুভিজ, স্টার ভারত, স্টার মা, স্টার জলসা, স্টার জলসা মুভিজ, স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ৩, ন্যাট জিও ওয়াইল্ড, ফক্স লাইফ |
ওয়েবসাইট | http://www.hotstar.com |
স্টার উৎসব মুভিজ একটি ভারতীয় টিভি চ্যানেল, যার মালিক স্টার ইন্ডিয়া।[১] চ্যানেলটি গ্রামের দর্শকদের রুচিকে সবচেয়ে গুরুত্ব দেয়।
ইতিহাস
[সম্পাদনা]চ্যানেলটি ২০১৬ সালের ২৮ মে যাত্রা শুরু করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Star Utsav Movies"। LyngSat। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৭।