সৌদি আরবে গাঁজা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সৌদি আরব দেশে গাঁজার ব্যবহার এবং মজুদ রাখা কঠোরভাবে বেআইনি। যেকোন ধরনের বিনোদনমূলক কাজে মাদকের ব্যক্তিগত ব্যবহার এবং দখলে রাখার দায়ে ধরা পড়লে বেশির ভাগ সময় কারাদন্ডে দন্ডনীয়। বিদেশী নাগরিকদের জন্য, সাধারণত শিথিল রয়েছে। গাঁজা ব্যক্তিগত ব্যবহারের জন্য ১ থেকে ৬ মাস পর্যন্ত জেল হতে পারে। প্রথমবারের কারাদন্ড অপরাধীদের জন্য বেত্রাঘাত সহ বা ছাড়ি দিয়ে পেটানো হয়। মাদক ব্যবসার জন্য বেত্রাঘাতসহ ২ থেকে ১০ বছরের জেল হতে পারে। বারবার লেনদেন বা বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চোরাচালানের ফলে সাধারণত কারাগারে সময় বেশি হয় বা মৃত্যুদণ্ডও অন্তর্ভুক্ত হতে পারে। যদিও সাম্প্রতিক মৃত্যুদণ্ড খুব বিরল। গাঁজা সেবনকারী বিদেশীদের নির্বাসিত করা হতে পারে।

২০০৩ সালে, ইউএনওডিসি মাদকদ্রব্যের অপব্যবহার এবং পাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সৌদি আরবকে বিশ্বব্যাপী তৃতীয় হিসাবে রেট করেছে।[১]

সৌদি আরবে হাশিশ মূলত পাকিস্তান থেকে সমুদ্রপথে পাচার হয়; ২০০৭ সালের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে প্রতি কিলোগ্রাম হাশিশ ২,১৩০ মার্কিন ডলারে বিক্রি হয়। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Sebastian Maisel (২০০৯)। Saudi Arabia and the Gulf Arab States Today: An Encyclopedia of Life in the Arab States। Greenwood Press। পৃষ্ঠা 124–। আইএসবিএন 978-0-313-34442-8 
  2. Faryal Leghari (২০০৭)। Narcotics and Human Trafficking to the GCC States। Gulf Research Center। পৃষ্ঠা 53। আইএসবিএন 978-9948-434-27-6