সোলারিস (অপারেটিং সিস্টেম)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোলারিস
ডেভলপারসান মাইক্রোসিস্টেম্‌স (ওরাকল কর্পোরেশন কর্তৃক ২০০৯ সালে অধিগ্রহণকৃত)
প্রোগ্রামিং ভাষাসি, সি++
ওএস পরিবারইউনিক্স
কাজের অবস্থাবর্তমান
সোর্স মডেলমিশ্র ওপেন সোর্স / ক্লোজড-সোর্স
প্রাথমিক মুক্তিজুন ১৯৯২; ৩১ বছর আগে (1992-06)
সর্বশেষ মুক্তি১১.৪[১] / ২৮ আগস্ট ২০১৮; ৫ বছর আগে (2018-08-28)
মার্কেটিং লক্ষ্যওয়ার্কস্টেশন, সার্ভার
কার্নেলের ধরনমনোলিথিক
ব্যবহারকারী ইন্টারফেসগ্নোম[২]
লাইসেন্সবিভিন্ন
ওয়েবসাইটwww.oracle.com/solaris

সোলারিস একটি ইউনিক্স অপারেটিং সিস্টেম যেটি মূলত সান মাইক্রোসিস্টেম্‌স কর্তৃক ডেভেলপকৃত। ১৯৯৩ সালে এটি তাদের পুরোনো সানওএসের স্থান দখল করেছে। ২০১০ সালে ওরাকল সানকে অধিগত করার পর এর নাম হয় ওরাকল সোলারিস[৩]

সোলারিস এর স্ক্যালিবিলিটি, ও ডিট্র‍্যাস, জিএফএস ও টাইম স্লাইডারের মত অনেক বৈশিষ্ট্যের শুরু হওয়ায় সমাধিক পরিচিত।[৪] সোলারিস ওরাকল ও অন্য বিক্রেতাদের স্পার্ক ও এক্স৮৬-৬৪ ওয়ার্কস্টেশনসার্ভার সমর্থন করে। সোলারিস একক ইউনিক্স স্পেসিফিকেশনের অনুবর্তী হিসেবে নিবন্ধনকৃত। [৫]

ঐতিহাসিকভাবে সোলারিস একটি মালিকানাধীন সফটওয়্যার হিসেবে ডেভেলপ হয়েছিলো। জুন ২০০৫ সালে, সান মাইক্রোসিস্টেমস সিডিডিএল লাইসেন্সের অধীনে অধিকাংশ কোডভিত মুক্তি দেয় এবং ওপেন সোলারিস ওপেন সোর্স প্রকল্প প্রতিষ্ঠা করে।[৬] ওপেনসোলারিসের মাধ্যমে সান চেয়েছিলো উন্নয়নকারী ও ব্যবহারকারী একটা সম্প্রদায় গড়ে তোলার। তবে ওরাকল সানকে অধিগত করার পর ওপেনসোলারিস রহিত করার সিদ্ধান্ত নেয়। আগস্ট ২০১০ সালে, ওরাকল সোলারিস কার্নেলের সোর্স কোডের পাবলিক হালনাগাদ রহিত করে ও সোলারিস ১১ ক্লোজড সোর্স মালিকানাধীন সফটওয়্যারের পরিণত হয়। ২০১১ সালে সোলারিস ১১ কার্নেল সোর্স কোড বিটটরেন্টে প্রকাশিত হয়ে পড়ে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Oracle Solaris 11.4 Released for General Availability(সর্বসাধারণের জন্যে ওরাকল সোলারিস ১১.৪ মুক্তি পেলো)"। ২৮ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৮ 
  2. "Oracle Solaris 11 Desktop Feature Summary(ওরাকল ১১ ডেস্কটপ বৈশিষ্ট্যের সারমর্ম)" 
  3. "Oracle and Sun Microsystems (ওরাকল ও সান মাইক্রোসিস্টেম্‌স)" 
  4. মাইকেল টটি (১১ সেপ্টেম্বর ২০০৬)। "Innovation Awards: The Winners Are... (আবিষ্কারের পুরস্কার: এবং বিজয়ীরা হলেন...)"ওয়াল স্ট্রিট জার্নাল। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৮The DTrace trouble-shooting software from Sun was chosen as the Gold winner in The Wall Street Journal's 2006 Technology Innovation Awards contest 
  5. "The Open Brand Register of Certified Products(সার্টিফাইকৃত পণ্যের উন্মুক্ত ব্র‍্যান্ড নিবন্ধন)"। দ্যা ওপেন গ্রুপ। ২৯ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৮ 
  6. মাইকেল সিঙ্গার (২৫ জানুয়ারি ২০০৫)। "Sun Cracks Open Solaris(সান ওপেনসোলারিস ভেঙ্গে ফেলেছে)"। InternetNews.com। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০০৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]