বিষয়বস্তুতে চলুন

সোনালী বাঘ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
A golden tabby tiger at the Buffalo Zoo

সোনালী বাঘ হল বাঘ বিশেষত রয়েল বেঙ্গল টাইগার এর একটি মিউট্যান্ট। বিশেষ জিন মিউটেশন এর কারণে এদের গায়ের লোম কমলা না হয়ে হয় সোনালী। এরা কোন আলাদা প্রজাতি বা আলাদা উপপ্রজাতি নয়।[] এরা সাদা বাঘ এর মত বেঙ্গল টাইগার এর একটি বর্ণসংকর।

বর্ণনা

[সম্পাদনা]

সোনালী বাঘএর সংখ্যা ৩০-এরও কম। বাংলা বাঘসাইবেরিয়ার বাঘের মধ্যেও এই পরিব্যক্তির কথা জান গেছে। সোনালী বাঘ golden tabby বা Strawberry Tiger নামেও পরিচিত।

সোনালী বাঘ

বিংশ শতকের শুরুর দিকে এই বাঘ বনে পাওয়া যেতো বলে জানা যায়। শেষ বন্য সোনালি বাঘকে মহীশুরের বনে শিকার করা হয়েছিলো। এই বাঘগুলি ডোরাহীন বা প্রায় ডোরাহীন হয়। বিশেষত পেটের দিকে ডোরা থাকেই না। ভীম নামে এক পোষা বাঘকে পালিত সোনালি বাঘের পুর্বপুরুষ মনে করা হয়।

যেহেতু এরা বেঙ্গল টাইগার এর পরিব্যক্তি, তাই এদের আকার বেঙ্গল টাইগার এর মতই হয়। পুরুষ দের ওজন ১৭০-২৫৮ কেজি আর স্ত্রীদের ওজন ১০০-১৫০ কেজি পর্যন্ত হয়।

বাসস্থান

[সম্পাদনা]

বুনো অবস্থায় এখন আর সোনালী বাঘ পাওয়া যায় না। পৃথিবীর বিভিন্ন চিড়িয়াখানায় এ বাঘ দেখতে পাওয়া যায়।

সোনালী বাঘ পৃথিবীর মধ্যে আছে মাত্র গুটি কয়েক। তারই একটা সিতেশ বাবুর চিড়িয়াখানায় রয়েছে

আমেরিকা

[সম্পাদনা]

উত্তর আমেরিকার অনেক চিড়িয়াখানায় সোনালী বাঘের দেখা মিলবে। বিশেষত Buffalo Zoo তে সোনালী বাঘ আছে।

অস্ট্রেলিয়া

[সম্পাদনা]

অস্ট্রেলিয়ার ড্রিম ওয়ার্ল্ড এ সোনালী বাঘের দেখা মিলবে।

ইউরোপ

[সম্পাদনা]

যুক্তরাজ্য, জার্মানি ও বেলজিয়াম এর কয়েকটি চিড়িয়াখানায় এ বাঘের দেখা মিলবে।

এশিয়া

[সম্পাদনা]

সংযুক্ত আরব আমিরাতে এ বাঘের দেখা মিলবে।

আরও দেখুন

[সম্পাদনা]

বাঘ

বেঙ্গল টাইগার

সাদা বাঘ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "MUTANT BIG CATS - GOLDEN TIGERS". messybeast.com. সংগৃহীত ১২ এপ্রিল, ২০১৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]