সোনামুখী উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোনামুখী উচ্চ বিদ্যালয়
সোনামুখী উচ্চ বিদ্যালয় এর মনোগ্রাম
ঠিকানা
মানচিত্র


তথ্য
প্রতিষ্ঠাকাল১৯০৪ (1904)
ইআইআইএন১২১৭৭১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রধান শিক্ষকমো. আব্দুর রহমান
ক্যাম্পাসমফস্বল
রং        
ওয়েবসাইটsonamukhihighschool.edu.bd

সোনামুখী উচ্চ বিদ্যালয় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় অবস্থিত প্রাচীন বিদ্যাপীঠ। এটি রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়।[১]

ইতিহাস[সম্পাদনা]

জয়পুরহাট জেলার প্রাচীন এই উচ্চ বিদ্যালয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় ১৯০৪ সালে প্রতিষ্ঠা করেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বালুভরা গ্রামের শশীভূষন চক্রবর্তী (বিএবিটি, এইচ এম বি, কলকাতা বিশ্ববিদ্যালয়)। তিনি ১৯০৭ সাল পর্যন্ত এ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তখনকার সময়ে কোনও প্রতিষ্ঠানকে উচ্চ বিদ্যালয় হিসেবে রূপান্তর করতে গেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাগতো। বিদ্যালয়টি ১৯১৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতিপ্রাপ্ত হয়ে উচ্চ বিদ্যালয়ে রুপান্তরিত হয়। বিদ্যালয়টি ২০১৬ সালে জয়পুরহাট জেলার প্রথম উচ্চ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা শতবর্ষ পালন করে।

শিক্ষক-শিক্ষার্থী[সম্পাদনা]

বিদ্যালয়টিতে বর্তমানে আট শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করে। বর্তমানে বিদ্যালয়ের ২৪ তম প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন আঃ রহমান।

পরিচালনা পরিষদ[সম্পাদনা]

বিদ্যালয়ের সভাপতি গোলাম মাহফুজ চৌধুরীকে প্রধান করে একটি বিদ্যালয় পরিচালনা পরিষদ রয়েছে।

অবকাঠামো[সম্পাদনা]

সোনামুখী উচ্চ বিদ্যালয়টি অত্র এলাকার অন্যতম একটি পুরাতন বিদ্যাপিঠ। এটি তুলসিগঙ্গা নদীর তীরে অবস্থিত। স্কুলে মোট ৪ টি ভবন রয়েছে। তার মধ্যে ৩টি পাকা ভবন এবং একটি টিন শেড ভবন রয়েছে। স্কুল প্রাঙ্গনের পূর্ব পাশে প্রধান শিক্ষকের কার্যালয়, শিক্ষক মিলনায়তন, গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব সহ একাডেমিক অন্যান্য অফিস সহ মূল ভবনটি এক তলা। অন্যান্য ৩ টি ভবনে শিক্ষার্থীদের শ্রেনীকক্ষ হিসেবে ব্যবহৃত হয়।

শিক্ষার্থীদের জন্য সাইকেল গ্যারেজ, নামাজঘর, ছাত্রীদের কমনরুম, শহীদ মিনারসহ আধুনিক সুবিধাসমূহ সমৃদ্ধ ক্যাম্পাস।

পঠিত বিষয় এবং কোর্স[সম্পাদনা]

এই বিদ্যালয়ে স্কুল শাখায় মানবিক ও বিজ্ঞান বিভাগ চালু রয়েছে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Institute Basic Info"Education Management Information System। Directorate of Secondary And Higher Education। ৩১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯