বিষয়বস্তুতে চলুন

সৈয়দ হামজা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সৈয়দ হামজা
জন্ম১৭৫৫
মৃত্যু১৮১৫
পরিচিতির কারণবাঙালি কবি ও সাহিত্যিক

সৈয়দ হামজা (জন্ম: ১৭৫৫ - মৃত্যু: ১৮১৫) সপ্তদশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক। তিনি পুথিঁ সাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত।

জন্ম[সম্পাদনা]

সৈয়দ হামজা পশ্চিমবঙ্গ এর হুগলি জেলার ভুরশুট পরগনার উদনা গ্রামে সৈয়দ হামজার পৈতৃক নিবাস ছিল। তার পিতার নাম সৈয়দ মীর হেদায়েতুল্লাহ। উদনা গ্রামের বীর পাড়ায় তার বাড়ি। তিনি আরবি, ফারসি, উর্দু ভাষা ও সাহিত্যে সুপণ্ডিত ছিলেন।[১]

সাহিত্য চর্চা[সম্পাদনা]

অল্প বয়সে সৈয়দ হামজার কবি-প্রতিভার স্ফুরণ ঘটে। তিনি পাঁচালি ও হেঁয়ালি জাতীয় ছড়া রচনার মাধ্যমে কাব্যচর্চা শুরু করেন। তাঁর প্রথম কাব্য মধুমালতী (১৭৮৮) সামান্য আঞ্চলিকতা ছাড়া শুদ্ধ সাহিত্যিক বাংলায় রচিত। হিন্দিতে কুতবন ও মনঝন এবং বাংলায় মুহম্মদ কবির পূর্বেই রোম্যান্সধর্মী এ কাব্য রচনা করেন। এর কাহিনী অলৌকিকতায় পূর্ণ হলেও মানুষের ধর্ম, সমাজ, নীতি, আচার, সংস্কার ইত্যাদি উপেক্ষিত হয়নি।

সৈয়দ হামজার দ্বিতীয় কাব্য আমীর হামজা (১৭৯৫)। এ কাব্যের উৎস ফারসি দাস্তান্-ই-আমীর হাম্জা। এটি বাংলা, হিন্দি, আরবি ও ফারসি শব্দের মিশ্রণজাত ‘মুসলমানি বাংলা’য় রচিত। সাধারণভবে দোভাষী পুথি হিসেবে পরিচিত এরূপ কাব্যরীতির প্রতি সৈয়দ হামজার বেশ আকর্ষণ ছিল। তাঁর পরের দুটি কাব্য জৈগুনের পুথি (১৭৯৭) ও হাতেম তাই-এ একই ভাষারীতি অনুসৃত হয়েছে।

আমীর হামজা ও জৈগুনের পুথি যথাক্রমে হযরত মুহাম্মাদ (স.) এর পিতৃব্য আমীর হামজা এবং হযরত আলী (রা.) পুত্র হানিফার বীরত্বগাথা নিয়ে রচিত। হাতেম তাই-এর উৎস আরায়েশ মহ্ফিল নামক উর্দু কাব্য। এতে আরবের লিজেন্ডারি পরোপকারী ধার্মিক পুরুষ হাতেম তাইকে কেন্দ্র করে বহু অলৌকিক কাহিনীর সমাবেশ ঘটেছে। আমীর হামজা ও হাতেম তাই উভয় কাব্যই আকারে বিশাল।[২]

সাহিত্যকীর্তি[সম্পাদনা]

  • মধুমালতী (১৭৮৮) - পুথিঁ (বাংলা)[৩]
  • আমীর হামজা (১৭৯৫)
  • হানিফার জঙ্গনামা[৩]
  • হাতেম তাই

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মুহম্মদ মনসুরউদ্দীন রচনাবলী, প্রথম খণ্ড, পৃষ্ঠা ১৯২
  2. bn.banglapedia.org
  3. Dhawan, Dr Anu (২০২৩-০১-০৩)। Persian Influence on Art, Architecture, Philosophy and Culture of Indian Subcontinent (ইংরেজি ভাষায়)। Anuradha Prakashan। পৃষ্ঠা ১৪১। আইএসবিএন 978-93-91873-62-2 

আরো পড়ুন[সম্পাদনা]