সৈয়দ শাহ মোহাম্মদ কাদরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সৈয়দ শাহ মোহাম্মদ কাদরি (জন্ম: ৫ এপ্রিল ১৯৩৮) ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি (৪ ডিসেম্বর ১৯৯৭ থেকে ৫ এপ্রিল ২০০৩)। তিনি অন্ধ্র প্রদেশ হাইকোর্টের বিচারকও ছিলেন এবং ১৯৮৬ সালের জুলাই মাসে এই পদে উন্নীত হন [১] [২] বিচারপতি সৈয়দ শাহ মোহাম্মদ কাদরি ১৯৮৮ সালে আইএসআরও গুপ্তচরবৃত্তি এবং রাজীব গান্ধী হত্যা সহ অনেক গুরুত্বপূর্ণ রায়ের অংশ ছিলেন। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Thiruvananthapuram, R. KRISHNAKUMAR in। "Requiem for a scandal"Frontline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৯ 
  2. "ssmqj"tshc.gov.in। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৯ 
  3. "Judge who wrote death for Rajiv killers urges Sonia to show magnanimity"The Asian Age। ২০১৭-১১-১৬। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৯