সৈয়দ রফিউল্লাহ খাঁন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সৈয়দ রফিউল্লাহ খাঁন
সিলেটের ফৌজদার
কাজের মেয়াদ
১৬৯৩
সার্বভৌম শাসকআরঙ্গজেব
গভর্নরদ্বিতীয় ইবরাহিম খান
পূর্বসূরীইনায়েতউল্লাহ খাঁন
উত্তরসূরীআহমদ মজিদ

সৈয়দ রফিউল্লাহ খাঁন ছিলেন মোগল বাংলার অন্তর্ভূক্ত সিলেট সরকারের নিয়োজিত ফৌজদার, মোগল বাদশাহ আওরঙ্গজেবের রাজত্ত্বকালে। সেসময় বাংলার সুবাহদার ছিলেন দোসরা ইব্রাহীম খাঁন

বর্ণনা[সম্পাদনা]

১৬৯৩ খ্রীষ্টাব্দে রফিউল্লাহ সিলেটের ফৌজদার ও ইনায়েতুল্লাহ খাঁনের উত্তরসূরি হলেন।[১] রফিউল্লাহ আতুয়াজান পরগণার শ্রী বৈশাখ বৈষ্ণবীকে কিছু জমি প্রদান করেন। তাছাড়া জানা যায় যে রফিউল্লাহ ঐতিহ্যবাহী শীক সোণাইতা পরগণার সোণারাম বৈষ্ণবকে কিছু জমি মদদ-ই-মাশ হিসাবে প্রদান করেন। তাঁর পুত্র দর্পনারায়ণ বৈষ্ণব উত্তরাধিকার সূত্রে জমিটি পরে পেয়েছিলেন।[২]

পরে, সিলেটের ফৌজদার হিসেবে রফিউল্লাহ খাঁর স্থলাভিষিক্ত হলেন আহমদ মজিদ[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সৈয়দ মুর্তাজা আলী (১৯৬৫)। হজরত শাহ জালাল ও সিলেটের ইতিহাস। পৃষ্ঠা ২৯৭। 
  2. অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি (২০০০)। শ্রীহট্টের ইতিবৃত্ত: উত্তরাংশ (Bangla ভাষায়)। Kotha। পৃষ্ঠা 198। 
  3. বাংলা একাডেমি পত্রিকা9 (2): 35।  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
ইনায়েতুল্লাহ খাঁন
সিলেটের ফৌজদার
১৬৯৩
উত্তরসূরী
আহমদ মজিদ