সৈয়দ গোলাম হোসাইন শাহ বুখারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সৈয়দ গোলাম হোসাইন শাহ বুখারী
জন্ম১৯৩২ (বয়স ৯১–৯২)
দেহ দ্রিব চান্দিয়া, কাম্বার শাহদাদকোট, লারকানা বিভাগ, পাকিস্তান
মৃত্যু২৬ জানুয়ারি ২০২৩(2023-01-26) (বয়স ৯০–৯১)
ধারাসুন্নি ইসলাম, হানাফি, সুফি, নকশবন্দী

সৈয়দ গোলাম হোসাইন শাহ বুখারী (সিন্ধি: سيّد غلام حسين شاهه بخاري) (১৯৩২ — ২০২৩) পাকিস্তানের একজন ইসলামি পণ্ডিত ছিলেন। তিনি নকশবন্দী সুফি তরিকার অন্তর্ভুক্ত ছিলেন। তিনি পাকিস্তানের অন্যতম বড় ধর্মীয় প্রতিষ্ঠান দরগাহ হোসাইনাবাদ পরিচালনা করেন।[১][২]

জীবনী[সম্পাদনা]

সৈয়দ গোলাম হোসাইন শাহ বুখারী ১৯৩২ সালে পাকিস্তানের কম্বার শাহদাদকোটের দ্রিব চান্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি একজন নকশবন্দী সুফি সাধক ছিলেন। তিনি তার পিতা সৈয়দ গুল মুহম্মদ শাহের কাছ থেকে ধর্মীয় শিক্ষা লাভ করেন, তার অন্যান্য শিক্ষক ছিলেন খুশি মুহাম্মদ টুনিও, গোলাম মুহাম্মদ চান্দিও এবং আলী গোহর মাসতই।

১৯৮০ সালে, তিনি দরগাহ হোসাইনাবাদ নামে একটি মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেন যেখানে ধর্মীয় শিক্ষা ও বাসস্থান সমস্ত রাজনৈতিক সংগঠন থেকে মুক্ত। তিনি তানজিম ইসলাহুল ফুকরা আল-হোসাইনিয়ারও প্রধান ছিলেন, যা মানুষকে ধর্মীয় শিক্ষা প্রদান করে।[২]

তিনি সন্ত্রাসীদের হামলার শিকারও হয়েছিলেন।[২]

তিনি ২০২৩ সালের ২৬ জানুয়ারি করাচির বেসরকারী হাসপাতালে মারা যান।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Spiritual leader's grandson killed in 'sectarian' attack"Daily Dawn। ফেব্রুয়ারি ২১, ২০১৩। সংগ্রহের তারিখ জুন ৩০, ২০১৪ 
  2. "Cleric targeted in Jacobabad last week teaches only the message of peace"Daily Tribune.com.PK। ফেব্রুয়ারি ২৪, ২০১৩। সংগ্রহের তারিখ জুন ৩০, ২০১৪ 
  3. web, des (২৬ জানুয়ারি ২০২৩)। "ناليوارو مذهبي اڳواڻ غلام حسين شاهه قمبر وارو لاڏاڻو ڪري ويو"Awami Awaz (উর্দু ভাষায়)। awamiawaz.pk। Awami Awaz। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৩