সন্ত পিটারের গির্জা, মিউনিখ

স্থানাঙ্ক: ৪৮°০৮′১১″ উত্তর ১১°৩৪′৩৩″ পূর্ব / ৪৮.১৩৬৩৯° উত্তর ১১.৫৭৫৮৩° পূর্ব / 48.13639; 11.57583
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সেন্ট পিটার্স গির্জা, মিউনিখ থেকে পুনর্নির্দেশিত)
সেন্ট পিটার্স গির্জা
The Kirche St. Peter
আল্টার পিটার
St. Peter
রথআস্তুরম থেকে সেন্ট পিটার্সের দৃশ্য
সেন্ট পিটার্স গির্জা বায়ার্ন-এ অবস্থিত
সেন্ট পিটার্স গির্জা
সেন্ট পিটার্স গির্জা
৪৮°০৮′১১″ উত্তর ১১°৩৪′৩৩″ পূর্ব / ৪৮.১৩৬৩৯° উত্তর ১১.৫৭৫৮৩° পূর্ব / 48.13639; 11.57583
অবস্থানমিউনিখ
দেশজার্মানি
মণ্ডলীক্যাথলিক
ঐতিহ্যখৃস্টান ঐতিহ্য
ধর্মীয় সংস্থাসেন্ট পিটারের প্রিসলি ভ্রাতৃসঙ্ঘ
পাদ্রির ঘরানাখৃস্টীয় সুসমাচার-সংক্রান্ত
ওয়েবসাইটmuenchen.de
ইতিহাস
প্রতিষ্ঠাকাল১২শ শতাব্দী
প্রতিষ্ঠাতা(বৃন্দ)তৎকালীন পুরোহিত
যার জন্য উৎসর্গিতসেন্ট পিটার
উৎসর্গীকরণের তারিখ১৩৬৮
Cult(s) presentসেন্ট পিটার

সেন্ট পিটার্স‌ গির্জা জার্মানির মিউনিখে অবস্থিত রোমান ক্যাথলিক গির্জা। এটি মিউনিখের সবচেয়ে পুরনো পেরিশ গির্জা। স্থানীয়ভাবে গির্জাটি আল্টার পিটার বা পুরনো পিটার নামে পরিচিত। গির্জাটি পিটার্সবার্গ‌ল নামক পাহাড়ে অবস্থিত, যা মিউনিখের ঐতিহাসিক পুরনো শহরের একমাত্র উল্লেখযোগ্য উচু স্থান।[১]

ইতিহাস[সম্পাদনা]

১১৫৮ সালে মিউনিখ শহর প্রতিষ্ঠার পূর্বে এখানে একটি প্রাক-মিরোভিঞ্জিয় গির্জা ছিল। ৮ম শতাব্দীতে পুরোহিতরা গির্জার পাশে পিটার্সবার্গ‌ল পাহাড়ে বসবাস করতেন। ১২শ শতাব্দীর শেষের দিকে ব্যাভারিয়ার রোমানস্ক শৈলীর একটি নতুন গির্জা এখানে নির্মিত হয়। ১৩২৭ সালের অগ্নিকান্ডের পূর্বে এটি গোথিক শৈলীতে বর্ধিত করা হয়। অগ্নিকান্ডের সময় স্থাপনাটি ধ্বংস হয়ে যায়।

পুনর্নির্মাণের পর ১৩৬৮ সালে গির্জাটি উন্মুক্ত করা হয়। ১৭শ শতাব্দীর শুরুর দিকে এখানে রেনেসাঁ শৈলীর নতুন চূড়া ও নতুন বারোক কয়ার স্থাপন করা হয়।

গির্জার অভ্যন্তরে একটি উচু বেদি রয়েছে। ভাস্কর এরাসমাস গ্রাসের এখানে সন্ত পিটারের প্রতিকৃতি তৈরি করেছেন। অন্যান্য শিল্পকর্মের মধ্যে রয়েছে জেন পোল্যাকের পাঁচটি গোথিক চিত্র এবং ইগনাস গুনথারের নির্মিত কয়েকটি বেদি। ভেতরের ছাদে জোহান ব্যাপটিস্ট জিমেরমানের আঁকা ফ্রেস্কো ১৯৯৯-২০০০ সালে সংস্কার করা হয়েছিল।

সেন্ট পিটার্স‌ গির্জা মিউনিখের সবচেয়ে পুরনো লিপিবদ্ধ পেরিশ গির্জা। ধারণা করা হয় যে এটিই শহরের উৎসস্থল।

সময়সূচী[সম্পাদনা]

গ্রীষ্মকালে সোম থেকে শুক্রবার সকাল ৯:০০ থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত এবং শনি, রবি ও বন্ধের দিন সকাল ১০:০০ থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত চালু থাকে। শীতকালে সোম থেকে শুক্রবার সকাল ৯:০০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত এবং শনি, রবি ও বন্ধের দিন সকাল ১০:০০ থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত চালু থাকে।[১]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Church of St. Peter (Alter Peter)" (ইংরেজি ভাষায়)। muenchen.de। ১ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]